বাঁ হাত নেই, তাতেও নেটে বোল্ড করেছিলেন সচিন তেন্ডুলকরকে!

Updated By: Oct 1, 2017, 11:10 AM IST
বাঁ হাত নেই, তাতেও নেটে বোল্ড করেছিলেন সচিন তেন্ডুলকরকে!

ওয়েব ডেস্ক: নেটে সচিন তেন্ডুলকরকে ক্লিন বোল্ড করে দিয়েছিলেন তিনি। ইরফান পাঠানের বোলিংও দিব্যি খেলে দিয়েছেন নেটে। ডেভিড মিলারের ক্যাচও ধরেছেন নেট প্র্যাকটিসে। সেই গুরুদাস রাউতের কথা বলা হচ্ছে। যাঁর জন্ম থেকেই বাঁ হাত নেই। কিন্তু, ভেঙে পড়েননি গুরুদাস রাউত। এক হাত দিয়েই ক্রিকেট খেলে যাচ্ছেন দিব্যি। গুরুদাস রাউত এবার নাগপুরে পঞ্চম একদিনের ম্যাচের আগে নেটে বল করলেন বিরাট কোহলিদের।

আরও পড়ুন এক ঝলকে দেখে নিন যে ৭ কারণে আজকের ম্যাচ গুরুত্বপূর্ণ

একটি সাক্ষাতকারে গুরুদাস রাউত বলেছেন, 'একদিন বন্ধুদের সঙ্গে চা খাচ্ছিলাম। একটা বল উড়ে এল আমার দিকে। আমি চায়ের কাপ ফেলে দিয়ে এক হাতেই ক্যাচটা ধরে ফেলি। সেই থেকে আমার জীবনে ক্রিকেট এলো। এরপর উত্তম মিশ্রের (তাঁর কোচ) কাছেই ক্রিকেট শেখা।' প্রসঙ্গত, ২০০৬ সাল থেকেই তিনি মহারাষ্ট্র দলের সদস্য। এখন দলের সহঅধিনায়কও বটে।

আরও পড়ুন  পাণ্ডিয়া কি পাকাপাকি চার নম্বরেই? কী বললেন ক্যাপ্টেন কোহলি?

.