জানেন নেতা ধোনি আর নেতা কোহলি এখন একেবারে সমান বিন্দুতে দাঁড়িয়ে

কথায় বলে ক্রিকেট নাকি পরিসংখ্যানের খেলা। তা মাঝেমাঝে পরিসংখ্যান বেশ একটা মজার জায়গায় নিয়ে যায়। এই যেমন জাতীয় দলে এখন দেশের দুই অধিনায়ক। টেস্টে বিরাট কোহলি, ওয়ানডে-টি২০-তে মহেন্দ্র সিং ধোনি। মজার কথা ধোনি, কোহলি নেতা হিসেবে টেস্টে এখন একই জায়গায় দাঁড়িয়ে।

Updated By: Nov 29, 2016, 05:46 PM IST
জানেন নেতা ধোনি আর নেতা কোহলি এখন একেবারে সমান বিন্দুতে দাঁড়িয়ে

ওয়েব ডেস্ক: কথায় বলে ক্রিকেট নাকি পরিসংখ্যানের খেলা। তা মাঝেমাঝে পরিসংখ্যান বেশ একটা মজার জায়গায় নিয়ে যায়। এই যেমন জাতীয় দলে এখন দেশের দুই অধিনায়ক। টেস্টে বিরাট কোহলি, ওয়ানডে-টি২০-তে মহেন্দ্র সিং ধোনি। মজার কথা ধোনি, কোহলি নেতা হিসেবে টেস্টে এখন একই জায়গায় দাঁড়িয়ে।

আরও পড়ুন- কোহলির আজকের বিরাট হয়ে ওঠার কারণ ধোনি!

না, না।ধোনির মাপে উঠতে, মানে টেস্ট জয়ের ব্যাপারে মাহির মাপে উঠতে নেতা কোহলির এখনও সময় লাগবে। কিন্তু প্রথম কুড়িটি টেস্ট দেশকে নেতৃত্ব দেওয়ার পর ধোনির মতই একই রকম রেকর্ড কোহলির। অধিনায়ক হিসেবে জীবনের প্রথম ২০টা টেস্টে ধোনি জিতেছিলেন ১২টা ম্যাচ, ৬টা ড্র, ২টো হার। দেশকে নেতৃত্ব দিয়ে কোহলিরও তাই। ২০টা টেস্টে নেতা কোহলি জিতেছেন ১২টা ম্যাচ, ৬টা ড্র, ২টো হার।

এদিকে, সিরিজে ০-২ পিছিয়ে পড়ার পর সিরিজে সমতায় ফেরার ব্যাপারে ইংল্যান্ডের রেকর্ড খুব খারাপ। একবারই মাত্র ১৯৫৪ সালে ও.ইন্ডিজের বিরুদ্ধে ০-২ পিছিয়ে পড়ার পর ২-২ সিরিজ ড্র করতে পেরেছিল ইংল্যান্ড।

মোহালিতে রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব। তিনজনেই এই টেস্টে অর্ধশতরান করেছেন ও চারটে উইকেট নিয়েছেন।

.