গুগল ১৪০ বছরের ক্রিকেট স্মৃতি ফেরাল ডুডলে

একশো চল্লিশ বছরের স্মৃতি ফিরিয়ে আনল বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন সাইট গুগল। টেস্ট ক্রিকেট ইতিহাসের প্রথম ম্যাচ শুরুর দিন একটি ডুডল এঁকে পালন করল এই সার্চ ইঞ্জিন সাইট। গুগলের হোম পেজ খুললেই দেখা যাবে একজন ব্যাটসম্যান বল তুলে মেরেছেন। একই সঙ্গে দেখা যাবে একজন ফিল্ডার ক্যাচ ধরতে দৌড়চ্ছেন। আজকের দিনে আঠেরোশো সাতাত্তর সালে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এমসিজিতে প্রথম টেস্ট ম্যাচ খেলা হয়েছিল। ইংল্যান্ডকে পঁয়তাল্লিশ রানে হারিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। একশো পঁয়ষট্টি রান করে প্রথম ব্যাটসম্যান হিসাবে শতরান করেছিলেন অস্ট্রেলিয়ার চার্লস ব্যানারম্যান। অবশ্য পরের ম্যাচ জিতে দুই টেস্ট ম্যাচের সিরিজে সমতা ফেরায় ইংল্যান্ড। সেদিন থেকে চলছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের বাইশ গজের শত্রুতা। ('কুলীন' ক্রিকেটের জন্মদিন আজ)

Updated By: Mar 15, 2017, 05:51 PM IST
গুগল ১৪০ বছরের ক্রিকেট স্মৃতি ফেরাল ডুডলে

ব্যুরো: একশো চল্লিশ বছরের স্মৃতি ফিরিয়ে আনল বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন সাইট গুগল। টেস্ট ক্রিকেট ইতিহাসের প্রথম ম্যাচ শুরুর দিন একটি ডুডল এঁকে পালন করল এই সার্চ ইঞ্জিন সাইট। গুগলের হোম পেজ খুললেই দেখা যাবে একজন ব্যাটসম্যান বল তুলে মেরেছেন। একই সঙ্গে দেখা যাবে একজন ফিল্ডার ক্যাচ ধরতে দৌড়চ্ছেন। আজকের দিনে আঠেরোশো সাতাত্তর সালে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এমসিজিতে প্রথম টেস্ট ম্যাচ খেলা হয়েছিল। ইংল্যান্ডকে পঁয়তাল্লিশ রানে হারিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। একশো পঁয়ষট্টি রান করে প্রথম ব্যাটসম্যান হিসাবে শতরান করেছিলেন অস্ট্রেলিয়ার চার্লস ব্যানারম্যান। অবশ্য পরের ম্যাচ জিতে দুই টেস্ট ম্যাচের সিরিজে সমতা ফেরায় ইংল্যান্ড। সেদিন থেকে চলছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের বাইশ গজের শত্রুতা। ('কুলীন' ক্রিকেটের জন্মদিন আজ)

 

.