ধাওয়ান ধামাকার পর চেতেশ্বরের সেঞ্চুরি, গলে টেস্টে প্রথম দিনেই রানের পাহাড়ে ভারত

Updated By: Jul 26, 2017, 05:02 PM IST
ধাওয়ান ধামাকার পর চেতেশ্বরের সেঞ্চুরি, গলে টেস্টে প্রথম দিনেই রানের পাহাড়ে ভারত

ওয়েব ডেস্ক: আন্তর্জাতিক টেস্ট কেরিয়ারে নিজের ১২ নম্বর সেঞ্চুরিটা করে ফেললেন 'মিস্টার ডিপেন্ডেবল' চেতেশ্বর পূজারা। ওপেনার শিখর ধাওয়ানের পর গলে টেস্টে ব্যাটে সফল হলেন টপ অর্ডার ব্যাটসম্যান পূজারাও। বিদেশের মাটিতে এটা পূজারার তিন নম্বর টেস্ট সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয়। এর আগে ২০১৫ সালের শ্রীলঙ্কা সফরে কলম্বো টেস্টে সেঞ্চুরি করেছিলেন ভারতের এই তারকা ব্যাটসম্যান (১৪৫*)। পড়ুন- গলেতে 'গব্বর রাজ'

গলে টেস্টে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। মুরলি বিজয়ের 'অলটারনেটিভ' হিসেবে সুযোগ পাওয়া শিখর ধাওয়ানের সঙ্গে ওপেন করতে আসেন জ্বরের কারণে ছিটকে যাওয়া লোকেশ রাহুলের পরিবর্ত খেলোয়াড় অভিনব মুকুন্দ। ১২ রানেই ফেরেন ইয়ংস্টার মুকুন্দ। এরপর ধাওয়ান এবং পূজারা মিলেই ভারতের রানের চাকা এগিয়ে নিয়ে যান। নিজের টেস্ট কেরিয়ারের পাঁচ নম্বর সেঞ্চুরি পেলেও অল্পের জন্য দ্বিশতরান হাতছাড়া হয় ভারতীয় ক্রিকেটের 'গব্বর' শিখর ধাওয়ানের। ১৯০ রান করে নুয়ান প্রদীপের বলে আউট হন তিনি। এরপর অধিনায়ক বিরাট ক্রিজে এলেন আর গেলেন। নুয়ান প্রদীপের বলেই মাত্র ৩ রানে ফিরতে হয়েছে 'রান মেশিন' বিরাটকে। এই টপাটপ উইকেট পতনের মাঝে নিজের মূল্যবান উইকেট বাঁচিয়ে রাখেন পূজারা। বিরাটের পরে ব্যাট করতে আসা মিডল অর্ডার ব্যাটসম্যান অজিঙ্কে রাহানের সঙ্গে পার্টনারশিপ গড়ে ভারতের রানের অ্যাক্সেলেটারে মোচর দিতে থাকেন পূজারা। এরপরই আসে সেঞ্চুরি। ১২৫ রানে ক্রিজে আছেন 'মিস্টার ডিপেন্ডেবল'। যার মধ্যে রয়েছে ১১টি চোখ ধাঁধানো চার। অপরদিকে অজিঙ্কে রাহানে ব্যাট করছেন ২৭ রানে। এখন ভারতের স্কোর ৩৬৪/৩ (ওভার-৮১)। উল্লেখ্য, শ্রীলঙ্কার হয়ে ভারতের তিন টপ অর্ডার উইকেটই নিয়েছেন নুয়ান প্রদীপ। 

 

.