চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ভারত

ইংল্যান্ডের পর ক্যারিবিয়ান দ্বিপে পাড়ি দেবে ভারতীয় ক্রিকেট দল। মানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে রওনা দেবে কোহলি এণ্ড কোম্পানি। বিরাট কোহলির নেতৃত্বে ওয়েন্সট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচটি একদিনের ম্যাচের সিরিজ এবং একটি টি-টোয়েন্ট ম্যাচ খেলবে মেন ইন ব্লু। তেইশে জুন থেকে ছয়ই জুলাই পর্যন্ত চলবে একদিনের সিরিজ। নয়ই জুলাই সফরের একটিমাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে। দুহাজার তেরো সালের পর এই নিয়ে চতুর্থবার দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হচ্ছে দুই দেশ। গতবছর অগাস্ট মাসেও ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল টিম ইন্ডিয়া। আরও পড়ুন- কেকেআর-এ 'দেবদাস' ক্রিস লিন আর 'রইস' হলেন ইউসুফ পাঠান

Updated By: May 17, 2017, 06:00 PM IST
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ভারত

ওয়েব ডেস্ক: ইংল্যান্ডের পর ক্যারিবিয়ান দ্বিপে পাড়ি দেবে ভারতীয় ক্রিকেট দল। মানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে রওনা দেবে কোহলি এণ্ড কোম্পানি। বিরাট কোহলির নেতৃত্বে ওয়েন্সট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচটি একদিনের ম্যাচের সিরিজ এবং একটি টি-টোয়েন্ট ম্যাচ খেলবে মেন ইন ব্লু। তেইশে জুন থেকে ছয়ই জুলাই পর্যন্ত চলবে একদিনের সিরিজ। নয়ই জুলাই সফরের একটিমাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে। দুহাজার তেরো সালের পর এই নিয়ে চতুর্থবার দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হচ্ছে দুই দেশ। গতবছর অগাস্ট মাসেও ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল টিম ইন্ডিয়া। আরও পড়ূন- কেকেআর-এ 'দেবদাস' ক্রিস লিন আর 'রইস' হলেন ইউসুফ পাঠান

.