ভারত-নিউজিল্যান্ড ম্যাচের টিকিটের দাম ঠিক করে ফেলল সিএবি

ইডেনের দুটি ব্লক নিয়ে আপত্তি জানাল পূর্ত দফতর। দর্শকদের সুরক্ষার জন্য ই এবং এফ ব্লকের সংস্কার প্রয়োজন বলে মনে করে পূর্ত দফতর। তাদের নির্দেশে সিএবিও এই দুই ব্লকের সংস্কার কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ, ভারত-নিউজিল্যান্ড টেস্টের জন্য ইডেনের ফিট সার্টিফিকেট পেতে হলে এই দুই ব্লকের সংস্কার প্রয়োজন। এই টেস্টের আগেই ব্লক দুটির কাজ শেষ করতে চায় সিএবি।

Updated By: Jul 30, 2016, 02:29 PM IST
ভারত-নিউজিল্যান্ড ম্যাচের টিকিটের দাম ঠিক করে ফেলল সিএবি

ওয়েব ডেস্ক: ইডেনের দুটি ব্লক নিয়ে আপত্তি জানাল পূর্ত দফতর। দর্শকদের সুরক্ষার জন্য ই এবং এফ ব্লকের সংস্কার প্রয়োজন বলে মনে করে পূর্ত দফতর। তাদের নির্দেশে সিএবিও এই দুই ব্লকের সংস্কার কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ, ভারত-নিউজিল্যান্ড টেস্টের জন্য ইডেনের ফিট সার্টিফিকেট পেতে হলে এই দুই ব্লকের সংস্কার প্রয়োজন। এই টেস্টের আগেই ব্লক দুটির কাজ শেষ করতে চায় সিএবি।

আরও পড়ুন অশ্বিনকে বিরাট সার্টিফিকেট দিলেন কপিল দেব

পাশাপাশি ভারত-নিউজিল্যান্ড ম্যাচের টিকিটের দাম ঠিক করে ফেলল সিএবি। সিজন টিকিটের দাম ধার্য হয়েছে পাঁচশো, সাড়ে সাতশো ও এক হাজার টাকা।

আরও পড়ুন  দলকে বাঁচাতে দলের অধিনায়কই অর্থ দান করলেন

.