কোচ পদপ্রার্থীদের সৌরভরা দুটো কমন প্রশ্ন করেছিলেন, জানুন কী ছিল প্রশ্ন দুটো

ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ হওয়ার জন্য সোমবার পাঁচ-পাঁচজন কোচ পদপ্রার্থী ইন্টারভিউ দিয়ে গেলেন সৌরভ, সচিন এবং লক্ষ্ণণের সামনে। যে পাঁচজন তাঁদের সামনে ইন্টারভিউ দিলেন, তাঁরা হলেন রবি শাস্ত্রী, বীরেন্দ্র সেহবাগ, টম মুডি, রিচার্ড পাইবাস এবং লালচাঁদ রাজপুত। এই পাঁচজনকেই ইন্টারভিউয়ের সময় দুটো কমন প্রশ্ন করা হয়েছিল।

Updated By: Jul 11, 2017, 02:09 PM IST
কোচ পদপ্রার্থীদের সৌরভরা দুটো কমন প্রশ্ন করেছিলেন, জানুন কী ছিল প্রশ্ন দুটো

ওয়েব ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ হওয়ার জন্য সোমবার পাঁচ-পাঁচজন কোচ পদপ্রার্থী ইন্টারভিউ দিয়ে গেলেন সৌরভ, সচিন এবং লক্ষ্ণণের সামনে। যে পাঁচজন তাঁদের সামনে ইন্টারভিউ দিলেন, তাঁরা হলেন রবি শাস্ত্রী, বীরেন্দ্র সেহবাগ, টম মুডি, রিচার্ড পাইবাস এবং লালচাঁদ রাজপুত। এই পাঁচজনকেই ইন্টারভিউয়ের সময় দুটো কমন প্রশ্ন করা হয়েছিল।

আরও পড়ুন মোট দশজনের মধ্যে কোন পাঁচজন ইন্টারভিউ দিলেন সৌরভদের সামনে, জানুন

জেনে নিন কোন দুটো কমন প্রশ্ন এই পাঁচজন কোচ পদপ্রার্থীকেই সৌরভ, সচিন এবং লক্ষ্ণণরা করেছিলেন। এই দুটো প্রশ্নের প্রথমটা ছিল - ২০১৯ বিশ্বকাপে ভারতীয় দলকে নিয়ে আপনার কী পরিকল্পনা? আর দ্বিতীয় প্রশ্নটি ছিল, ক্রিকেট খেলায় একজন কোচের কাজটা ঠিক কেমন হয়? কোচ আর ক্যাপ্টেনের কাজের বিষয় সম্পর্কে কতটা ওয়াকিবহাল আপনি?

আরও পড়ুন  ইন্টারভিউয়ের পর শাস্ত্রীকে টপকে গেলেন আর এক কোচ পদপ্রার্থী

.