কোয়েলি ডালমিয়ার পদক জয়

জগমোহন ডালমিয়ার পরিবারের সদস্য। জীবনে অ্যাচিভমেন্ট তো থাকবেই। জয়দীপ কর্মকারের শুটিং অ্যাকাডেমির পরিচালনায় হয়ে গেল ডক্টর হরিহর ব্যানার্জি এয়ার উইপন শুটিং চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতার আসর বসেছিল নর্থ ক্যালকাটা রাইফেল ক্লাবে। শীতের আমেজে জমে উঠেছিল রাইফেল প্রতিযোগিতার আসর। আর সেখানে ১০ মিটার এয়ার রাইফেলের বয়সভিত্তিক বিভাগে সবাইকে পিছনে ফেলে প্রথম হলেন কোয়েলি ডালমিয়া।

Updated By: Dec 4, 2016, 11:22 PM IST
কোয়েলি ডালমিয়ার পদক জয়

ওয়েব ডেস্ক: জগমোহন ডালমিয়ার পরিবারের সদস্য। জীবনে অ্যাচিভমেন্ট তো থাকবেই। জয়দীপ কর্মকারের শুটিং অ্যাকাডেমির পরিচালনায় হয়ে গেল ডক্টর হরিহর ব্যানার্জি এয়ার উইপন শুটিং চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতার আসর বসেছিল নর্থ ক্যালকাটা রাইফেল ক্লাবে। শীতের আমেজে জমে উঠেছিল রাইফেল প্রতিযোগিতার আসর। আর সেখানে ১০ মিটার এয়ার রাইফেলের বয়সভিত্তিক বিভাগে সবাইকে পিছনে ফেলে প্রথম হলেন কোয়েলি ডালমিয়া।

আরও পড়ুন মোদী শাস্তির হুমকি দিতেই উল্টো স্রোত!

এই একই প্রতিযোগিতার সিনিয়র মহিলা বিভাগে অবশ্য তিনি পেয়েছেন তৃতীয়স্থান। পদক পেয়ে বেশ খুশি তিনি। প্রতিযোগীদের হাতে পদক তুলে দেন ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশনের সভাপতি ভি কে ঢাল। 

আরও পড়ুন  মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলল রাজ্য বিজেপি

.