মেজাজ হারিয়ে ডিফেন্ডারের গলা টিপে ধরলেন, গুঁতো মারলেন মেসি

মেজাজ হারালেন লিওনেল মেসি। ন্যু ক্যাম্পে এক প্রদর্শনী ম্যাচে এএস রোমার বিরুদ্ধে ম্যাচে একেবারে স্বভাববিরুদ্ধভাবে মেজাজ হারিয়ে বিপক্ষ ডিফেন্ডারকে মাথা দিয়ে গুঁতো মারলেন, গলা টিপে ধরলেন বার্সেলোনার তারকা এই ফুটবলার। ম্যাচের ৩৪ মিনিটে হঠাত্‍ই দেখা যায় রোমার ফরাসি ডিফেন্ডার ইয়াঙ্গা-মবিওয়া মেসিকে কিছু একটা বলেন। তারপরই মেসি গলা টিপে ধরেন রোমার এই ডিফেন্ডারকে। এরপর কথা কাটাকাটি হলে তাঁর মাথা দিয়ে গুঁতো মারেন ইয়াঙ্গাকে। ইয়াঙ্গাও অবশ্য মাথা চালিয়েছিলেন।

Updated By: Aug 6, 2015, 10:35 AM IST
মেজাজ হারিয়ে ডিফেন্ডারের গলা টিপে ধরলেন, গুঁতো মারলেন মেসি

ওয়েব ডেস্ক: মেজাজ হারালেন লিওনেল মেসি। ন্যু ক্যাম্পে এক প্রদর্শনী ম্যাচে এএস রোমার বিরুদ্ধে ম্যাচে একেবারে স্বভাববিরুদ্ধভাবে মেজাজ হারিয়ে বিপক্ষ ডিফেন্ডারকে মাথা দিয়ে গুঁতো মারলেন, গলা টিপে ধরলেন বার্সেলোনার তারকা এই ফুটবলার। ম্যাচের ৩৪ মিনিটে হঠাত্‍ই দেখা যায় রোমার ফরাসি ডিফেন্ডার ইয়াঙ্গা-মবিওয়া মেসিকে কিছু একটা বলেন। তারপরই মেসি গলা টিপে ধরেন রোমার এই ডিফেন্ডারকে। এরপর কথা কাটাকাটি হলে তাঁর মাথা দিয়ে গুঁতো মারেন ইয়াঙ্গাকে। ইয়াঙ্গাও অবশ্য মাথা চালিয়েছিলেন।

প্রদর্শনী ম্যাচের মাঝে এইরকম অচেনা ছবি দেখে দুই দলের ফুটবলারই অবাক হয়ে যান। রেফারি দুজনকেই হলুদ কার্ড দেখেন। হলুদ কার্ড দেখার পর মেসি গোলও করেন। ম্যাচে বার্সেলোনা জেতে ৩-০ গোলে। নেইমার দলের পক্ষে প্রথম গোলটি করেন। মেসি করেন দ্বিতীয় গোল। তৃতীয় গোলটি করেন ক্রোয়েশিয়ার ইভান রেকটিচ।

মরসুমের শুরুতেই মেসির মেজাজ হারানো নিয়ে সবাই অবাক। মেসিকে এর আগে কেউ এতটা রেগে যেতে দেখেননি। জল্পনা শুরু হয়েছে রোমার ডিফেন্ডার কী এমন বললেন বা করলেন যাতে ফুটবলের রাগ একেবারে সপ্তমে উঠল। 

.