মেসির দুরন্ত পারফরম্যান্সের ওপর ভর করে, রিয়াল সোসিয়াদাদকে হারাল বার্সেলোনা

ন্যু ক্যাম্পে সেই মেসি ম্যাজিক। লিওনেল মেসির দুরন্ত পারফরম্যান্সের ওপর ভর করে লা লিগায় রিয়াল সোসিয়াদাদকে তিন-দুই গোলে হারাল বার্সেলোনা। এলএম টেনের জোড়া গোলে বার্সার তিন পয়েন্ট নিশ্চিত হয়। লা লিগার খেতাবি লড়াই রিয়াল মাদ্রিদকে চাপে রাখল ক্যাটালিয়ান্সরা। শেষ দুটো ম্যাচ হেরে শনিবার রাতে মাঠে নেমেছিল বার্সেলোনা। নির্বাসিত থাকায় খেলতে পারেননি নেইমার। দলের খারাপ পরিস্থিতিতে ত্রাতা হয়ে দাঁড়ালেন ফুটবলের যুবরাজ। ম্যাচের প্রথমার্ধে মেসির জোড়া গোলে এনরিকে ব্রিগেডের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়।

Updated By: Apr 16, 2017, 11:19 PM IST
 মেসির দুরন্ত পারফরম্যান্সের ওপর ভর করে, রিয়াল সোসিয়াদাদকে হারাল বার্সেলোনা

ওয়েব ডেস্ক: ন্যু ক্যাম্পে সেই মেসি ম্যাজিক। লিওনেল মেসির দুরন্ত পারফরম্যান্সের ওপর ভর করে লা লিগায় রিয়াল সোসিয়াদাদকে তিন-দুই গোলে হারাল বার্সেলোনা। এলএম টেনের জোড়া গোলে বার্সার তিন পয়েন্ট নিশ্চিত হয়। লা লিগার খেতাবি লড়াই রিয়াল মাদ্রিদকে চাপে রাখল ক্যাটালিয়ান্সরা। শেষ দুটো ম্যাচ হেরে শনিবার রাতে মাঠে নেমেছিল বার্সেলোনা। নির্বাসিত থাকায় খেলতে পারেননি নেইমার। দলের খারাপ পরিস্থিতিতে ত্রাতা হয়ে দাঁড়ালেন ফুটবলের যুবরাজ। ম্যাচের প্রথমার্ধে মেসির জোড়া গোলে এনরিকে ব্রিগেডের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়।

আরও পড়ুন রিয়েল লাইফের ধোনির হয়ে এবার ব্যাট ধরলেন রিল লাইফের ধোনি

এরপর ম্যাচে ফিরে আসে সোসিয়াদাদ। প্রথমার্ধের শেষদিকে আলকাসারের গোলে শেষ পর্যন্ত বার্সার তিন পয়েন্ট নিশ্চিত হয়। বার্সার জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে পাঁচশো গোলের মাইলস্টোনে পৌছনো থেকে দুটো গোল দুরে মেসি। চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের বিরুদ্ধে ফিরতি পর্বে নামার আগে বার্সেলোনার ভরসা সেই মেসিই।

আরও পড়ুন  সিঙ্গাপুর ওপেন সুপার সিরিজ জিতলেন ভারতের সাই প্রনীথ

.