সোমবার লোধা-বিসিসিআই দ্বন্দ্বের অবসান ঘটবে?

Updated By: Dec 4, 2016, 11:09 PM IST
সোমবার লোধা-বিসিসিআই দ্বন্দ্বের অবসান ঘটবে?

ওয়েব ডেস্ক: সোমবার লোধা-বিসিসিআই দ্বন্দ্বের অবসান ঘটবে? সুপ্রিম কোর্ট কি বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর ও সচিব অজয় শিরকেকে পদ থেকে সরিয়ে দেবে? না কি লোধার প্রস্তাব মেনে প্রাক্তন স্বরাষ্ট্রসচিব জি কে পিল্লাইকে অনুরাগদের মাথায় বসিয়ে দিয়ে আপাতত কাজ চালাতে বলবে দেশের সর্বোচ্চ আদালত। যদিও তাতে লোধা কমিটি কতটা সন্তুষ্ট হবে বলা কঠিন। সেক্ষেত্রে অনুরাগদের জয় হয়েছে ভেবে প্রাক্তন প্রধান বিচারপতি রাজেন্দ্র মাল লোধা পদত্যাগ করতে পারেন কমিটি থেকে। তবে সোমবার সুপ্রিম কোর্টে বিসিসিআই ও লোধা কমিটির আইনজীবীদের লড়াই যে জমে উঠবে তা আর বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন মোদী শাস্তির হুমকি দিতেই উল্টো স্রোত!

কারন  চৌঠা ডিসেম্বরের মধ্যে বিসিসিআইকে লোধার প্রস্তাব কার্যকর করার জন্য মুচলেকা দিতে বলেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে কিছুতেই মুচলেকা দেবে না। স্বাভাবিক ভাবেই লোধার আইনজীবী সোমবার অনুরাগদের সরানোর দাবিই করবেন। এই অবস্থায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তীর্থ সিং ঠাকুর কতটা কড়া রায় শোনাবেন সেদিকেই তাকিয়ে ক্রিকেট দুনিয়া।

আরও পড়ুন  মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলল রাজ্য বিজেপি

 

.