নির্বাসন কাটিয়ে ফের কোর্টে ফিরছেন মারিয়া শারাপোভা

নির্বাসন কাটিয়ে ফের কোর্টে ফিরছেন মারিয়া শারাপোভা। রাশিয়ার এই টেনিস সুন্দরী এবছরের মে মাসে কোর্টে কামব্যাক করছেন মাদ্রিদ ওপেনে। ডোপিংয়ের জেরে দুবছরের জন্য নির্বাসিত হয়েছিলেন পাঁচবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন। পরে শারাপোভার আবেদনের পরিপ্রেক্ষিতে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস নির্বাসনের এই মেয়াদ কমিয়ে করে পনেরো মাস।

Updated By: Feb 10, 2017, 09:57 AM IST
নির্বাসন কাটিয়ে ফের কোর্টে ফিরছেন মারিয়া শারাপোভা

ওয়েব ডেস্ক: নির্বাসন কাটিয়ে ফের কোর্টে ফিরছেন মারিয়া শারাপোভা। রাশিয়ার এই টেনিস সুন্দরী এবছরের মে মাসে কোর্টে কামব্যাক করছেন মাদ্রিদ ওপেনে। ডোপিংয়ের জেরে দুবছরের জন্য নির্বাসিত হয়েছিলেন পাঁচবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন। পরে শারাপোভার আবেদনের পরিপ্রেক্ষিতে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস নির্বাসনের এই মেয়াদ কমিয়ে করে পনেরো মাস।

আরও পড়ুন সৌরভ গাঙ্গুলি ও রাহুল দ্রাবিড়কে নিয়ে প্রশ্ন তুলল বোর্ডের প্রশাসনিক প্যানেল

এরপরই শারাপোভা মাদ্রিদ ওপেনের আয়োজকদের অনুরোধ করেন এই টুর্নামেন্টের ওয়াইল্ড কার্ড দেওয়ার জন্য। টুর্নামেন্ট ডিরেক্টর মানোলো সান্তানা জানিয়েছেন তারা শারাপোভার অতীতের রের্কড এবং আবেদন বিবেচনা করেই তাকে ওয়াইল্ড কার্ড দিয়েছেন। চলতি বছরের ২৬ এপ্রিল স্টুটগার্ডে শুরু হবে মাদ্রিদ ওপেন।

আরও পড়ুন  নয়া রেকর্ড গড়লেন চেতেশ্বর পূজারা, ভেঙে দিলেন ৫৩ বছরের রেকর্ড

.