অধরা উইম্বলডনও জিতে ফেললেন সানিয়া মির্জা, হিঙ্গিসকে সঙ্গে নিয়ে ইতিহাস সানিয়ার

 ১৯৯৮ সালের পর ফের উইম্বলডন ট্রফি জিতলেন সুইডেনের টেনিস তারকা।

Updated By: Jul 12, 2015, 11:03 AM IST
অধরা উইম্বলডনও জিতে ফেললেন সানিয়া মির্জা, হিঙ্গিসকে সঙ্গে নিয়ে ইতিহাস সানিয়ার

ওয়েব ডেস্ক: অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, ইউএস ওপেন। তিনটে গ্র্যান্ডস্লাম আগেই জিতেছিলেন। এবার জিতে ফেললেন অধরা উইম্বলডনও। উইম্বলডনে মহিলাদের ডবলস ফাইনালে রোমাঞ্চকর জয় সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস জুটির। রাশিয়ান জুটি একাতেরিনা মাকারোভা ও এলেনা ভ্যাসনিনার বিরুদ্ধে প্রথম সেটে পরাজিত হয়ে এবং দ্বিতীয় সেটে দুই-পাঁচ গেমে পিছিয়ে থেকেও রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলেন শীর্ষ বাছাই সানিয়া-হিঙ্গিস জুটি। ১৯৯৮ সালের পর ফের উইম্বলডন ট্রফি জিতলেন সুইডেনের টেনিস তারকা। সেই সঙ্গে প্রথম ভারতীয় মহিলা হিসাবে ঐতিহ্যের উইম্বলডন জেতার কৃতিত্ব অর্জন করলেন হায়দরাবাদের টেনিস সুন্দরী।

এর আগে ১৯৯৬ সালে হেলেনা সুকোভা এবং ১৯৯৮ সালে ইয়ানা নোভোতনার সঙ্গে মহিলাদের ডবলস বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিলেন হিঙ্গিস। এটাই সানিয়া মির্জার প্রথম কোন গ্র্যান্ড স্ল্যাম টাইটেল। এ বছরের মার্চ মাসেই ভারতের টেনিস সুন্দরীর সঙ্গে জুটি বাঁধার সিদ্ধান্ত নেন মার্টিনা হিঙ্গিস। তারপরই এই সাফল্য।

.