বিজ্ঞাপনের 'ভগবান' ধোনিকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেন মহেন্দ্র সিং ধোনি। তার বিরুদ্ধে করা ফৌজদারি মামলায় আপাতত স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। একটি বিজনেস ম্যাগাজিনে দ্য 'গড অফ বিগ ডিলস' নামক ছবিকে কেন্দ্র করে বিতর্কে জড়ান মাহি। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়। ২০১৩ সালে ওই ম্যাগাজিনে হিন্দু দেবতা বিষ্ণুর ছবিতে ধোনির মুখ লাগানো হয়।

Updated By: Sep 14, 2015, 10:03 PM IST
বিজ্ঞাপনের 'ভগবান' ধোনিকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

ওয়েব ডেস্ক: সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেন মহেন্দ্র সিং ধোনি। তার বিরুদ্ধে করা ফৌজদারি মামলায় আপাতত স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। একটি বিজনেস ম্যাগাজিনে দ্য 'গড অফ বিগ ডিলস' নামক ছবিকে কেন্দ্র করে বিতর্কে জড়ান মাহি। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়। ২০১৩ সালে ওই ম্যাগাজিনে হিন্দু দেবতা বিষ্ণুর ছবিতে ধোনির মুখ লাগানো হয়।

বিজ্ঞাপনের স্বার্থে এই ছবি প্রকাশিত হওয়ার পর ধোনি, ম্যাগাজিনের মালিক ও এডিটরের বিরুদ্ধে এফআইআর করা হয়। কর্নাটক হাইকোর্ট এই মামলা চালানোর পক্ষে রায় দিলে বিপাকে পড়েন ধোনি। তিনি মামলা স্থগিতের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেন। সর্বোচ্চ আদালত আপাতত এই মামলার উপর স্থগিতাদেশ দিয়েছে।

Tags:
.