টানা ৩৪ বিজয়রথে সান্টিনারা সেমিতে, পদ্মবিভূষণ সানিয়া অপ্রতিরোধ্য

দেশে জিতলেন পদ্মবিভূষণ। আর বিদেশে জিতলেন টানা ৩৪ ম্যাচ। সানিয়া মির্জা। টেনিস বিশ্ব যার ফর্ম দেখে অবাক।  আটকানো যাচ্ছে না সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস জুটিকে। একটা সেট খোয়ালেও অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠতে বিশেষ কষ্ট করতে হল না সান্টিনাদের (সানিয়া+মার্টিনা)। শেষ আটের লড়াইতে তাঁরা হারালেন না লিনা গ্রোয়েনেফেল্ড ও কোকো ভ্যান্ডেওয়েঘের জুটিকে৷ ম্যাচের ফল সানিয়াদের পক্ষে ৬-৪, ৪-৬, ৬-১৷

Updated By: Jan 26, 2016, 02:45 PM IST
টানা ৩৪ বিজয়রথে সান্টিনারা সেমিতে, পদ্মবিভূষণ সানিয়া অপ্রতিরোধ্য

ওয়েব ডেস্ক: দেশে জিতলেন পদ্মবিভূষণ। আর বিদেশে জিতলেন টানা ৩৪ ম্যাচ। সানিয়া মির্জা। টেনিস বিশ্ব যার ফর্ম দেখে অবাক।  আটকানো যাচ্ছে না সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস জুটিকে। একটা সেট খোয়ালেও অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠতে বিশেষ কষ্ট করতে হল না সান্টিনাদের (সানিয়া+মার্টিনা)। শেষ আটের লড়াইতে তাঁরা হারালেন না লিনা গ্রোয়েনেফেল্ড ও কোকো ভ্যান্ডেওয়েঘের জুটিকে৷ ম্যাচের ফল সানিয়াদের পক্ষে ৬-৪, ৪-৬, ৬-১৷

প্রথম সেট ৬-৪ ফলে জেতেন তাঁরা৷ কিন্তু দ্বিতীয় সেটে পাল্টা প্রত্যাঘাত করে টুর্নামেন্টের দ্বাদশ বাছাই আমেরিকান-জার্মান জুটি৷ দ্বিতীয় সেটটি জিতে লড়াইতে ফিরে আসে তাঁরা৷ কিন্তু তৃতীয় তথা নির্নায়ক সেটে বিপক্ষকে ৬-১ উড়িয়ে টানা ৩৪ ম্যাচ জেতার রেকর্ড করলেন ইন্দো-সুইস জুটি৷ এদিন ম্যাচ জিততে এক ঘণ্টা ৩০ মিনিট সময় নেন সানিয়া-মার্টিনা৷

সান্টিনারা শেষবার হেরেছিলেন গত বছর সিনসিনাটি ওপেনে। তারপর থেকে সেই যে জেতা শুরু করেছেন, আর কেউ তাদের হারাতেই পারছে না।

.