শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে দুরন্ত রেকর্ড করলেন শিখর ধাওয়ান

Updated By: Aug 21, 2017, 03:08 PM IST
শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে দুরন্ত রেকর্ড করলেন শিখর ধাওয়ান

ওয়েব ডেস্ক: শিখর ধাওয়ানের দুর্দান্ত ফর্ম টেস্টে সিরিজের পর একদিনের সিরিজেও অব্যাহত। ডাম্বুলাতে সিরিজের প্রথম একদিনের ম্যাচেও মূলত শিখর ধাওয়ানের কাঁধে ভর করেই ৯ উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে দিল বিরাট কোহলির ভারতীয় দল। ম্যাচে ১৩২ রানে অপরাজিত থাকলেন টিম ইন্ডিয়ার 'গব্বর'। একদিনের ম্যাচে এটা নিয়ে তাঁর ১১ নম্বর সেঞ্চুরিটিও হয়ে গেল। আর এই ১১ নম্বর সেঞ্চুরি বা ১৩২ রান করার মাঝে, শিখর করে ফেললেন বেশ কিছু রেকর্ডও।

আরও পড়ুন এবার চিনের দুই ক্রিকেটারকে দেখা যাবে পাকিস্তান সুপার লিগে খেলতে

একদিনের ক্রিকেটে এটাই শিখর ধাওয়ানের দ্রুততম সেঞ্চুরি। দিল্লির ব্যাটসম্যান, রবিবার সেঞ্চুরি করেন মাত্র ৭১ বলে। কোনও ভারতীয় হিসেবে শ্রীলঙ্কার বিরুদ্ধে এটাই দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। এছাড়াও, শিখর ধাওয়ান শুধু শ্রীলঙ্কার বিরুদ্ধেই টানা ছ'টি একদিনের ম্যাচে 'ফিফটি প্লাস' রান করলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ছ'টি ইনিংসে তাঁর রান হল যথাক্রমে ৯৪, ১১৩, ৭৯, ৯১, ১২৫ এবং ১৩২। দেখা যাক, পাল্লেকেলেতে সিরিজের দ্বিতীয় ম্যাচে শিখর ধাওয়ান, রেকর্ডটাকে ছয় পেরিয়ে সাতের দিকে নিয়ে যেতে পারেন কিনা।

আরও পড়ুন  টেস্ট সিরিজের রেশ একদিনের ম্যাচেও, ডাম্বুলায় দাপটে জিতল ভারত

.