রাঁচিতে মাইকেল ক্লার্ককে টপকে গেলেন স্টিভেন স্মিথ

রাঁচি টেস্টে প্রাক্তন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ককে টপকে গেলেন বর্তমান অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। এতদিন কোনও অজি অধিনায়ক হিসেবে ভারতের মাটিতে সবথেকে বেশি রানের ইনিংস খেলার রেকর্ড ছিল মাইকেল ক্লার্কের দখলে। ২০১২-২০১৩ মরশুমে চেন্নাইতে ১৩০ রানের ইনিংস খেলেছিলেন মাইকেল ক্লার্ক।

Updated By: Mar 17, 2017, 02:16 PM IST
রাঁচিতে মাইকেল ক্লার্ককে টপকে গেলেন স্টিভেন স্মিথ

ওয়েব ডেস্ক: রাঁচি টেস্টে প্রাক্তন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ককে টপকে গেলেন বর্তমান অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। এতদিন কোনও অজি অধিনায়ক হিসেবে ভারতের মাটিতে সবথেকে বেশি রানের ইনিংস খেলার রেকর্ড ছিল মাইকেল ক্লার্কের দখলে। ২০১২-২০১৩ মরশুমে চেন্নাইতে ১৩০ রানের ইনিংস খেলেছিলেন মাইকেল ক্লার্ক।

আরও পড়ুন রাঁচি টেস্টের প্রথম ইনিংসে ৪৫১ রান তুলল অস্ট্রেলিয়া

রাঁচিতে মাইকেল ক্লার্কের সেই ১৩০ রানকে বেশ খানিকটা পিছনে ফেলে দিলেন স্টিভেন স্মিথ। তিনি শেষ পর্যন্ত থামলেন ১৭৮ রান করে। অবশ্য থামলেন বললে ভুল বলা হবে। কারণ, রাঁচি টেস্টের প্রথম ইনিংসে স্মিথ আউট হননি। তাঁকে শেষ পর্যন্ত কোনও অজি ব্যাটসম্যানই সঙ্গ দিতে পারেননি। না হলে, হয়তো প্রথম কোনও অজি ব্যাটসম্যান হিসেবে ভারতের মাটিতে ডাবল সেঞ্চুরি করে ফেলতেন স্মিথ।

আরও পড়ুন  কোহলির চোট গুরুতর নয়, আজ তিনি মাঠে নামতে পারবেন

.