বিশ্বকাপের যোগ্যতাঅর্জন ম্যাচে জয় পেল স্পেন, ইতালি

বিশ্বকাপের যোগ্যতাঅর্জনপর্বে লিচেনস্টেইনকে পাঁচ-শূন্য গোলে হারাল ইতালি। ঘরের মাঠে দুর্বল লিচেনস্টেইনকে হারাতে খুব একটা সমস্যা হয়নি আজুরি ব্রিগেডের। প্রথমার্ধে ইনসিংনের গোলে এগিয়ে যায় ভেনতুরার দল। দ্বিতীয়ার্ধ জুড়ে ইতালি শো। ম্যাঞ্চেষ্টার ইউনাইটেডে পা বাড়িয়ে থাকা বেলোত্তির গোলে ব্যবধানে বাড়ে। আজুরিদের বাকি তিনটে গোল পরিবর্ত হিসেবে নামা তিন ফুটবলারের। এদের,বার্নার্ডেস্কি ও গ্যাবিডিনির গোলে ইতালির বড় ব্যবধানে জয় নিশ্চিত হয়। গ্রুপ লিগে স্পেনের সঙ্গে যৌথভাবে শীর্ষে ইতালি। ছয় ম্যাচ পর দু দলেরই পয়েন্ট ষোলো। সেপ্টেম্বরে মাদ্রিদে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।

Updated By: Jun 13, 2017, 09:26 AM IST
বিশ্বকাপের যোগ্যতাঅর্জন ম্যাচে জয় পেল স্পেন, ইতালি

ওয়েব ডেস্ক: বিশ্বকাপের যোগ্যতাঅর্জনপর্বে লিচেনস্টেইনকে পাঁচ-শূন্য গোলে হারাল ইতালি। ঘরের মাঠে দুর্বল লিচেনস্টেইনকে হারাতে খুব একটা সমস্যা হয়নি আজুরি ব্রিগেডের। প্রথমার্ধে ইনসিংনের গোলে এগিয়ে যায় ভেনতুরার দল। দ্বিতীয়ার্ধ জুড়ে ইতালি শো। ম্যাঞ্চেষ্টার ইউনাইটেডে পা বাড়িয়ে থাকা বেলোত্তির গোলে ব্যবধানে বাড়ে। আজুরিদের বাকি তিনটে গোল পরিবর্ত হিসেবে নামা তিন ফুটবলারের। এদের,বার্নার্ডেস্কি ও গ্যাবিডিনির গোলে ইতালির বড় ব্যবধানে জয় নিশ্চিত হয়। গ্রুপ লিগে স্পেনের সঙ্গে যৌথভাবে শীর্ষে ইতালি। ছয় ম্যাচ পর দু দলেরই পয়েন্ট ষোলো। সেপ্টেম্বরে মাদ্রিদে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।

আরও পড়ুন ডোপিংয়ের অভিযোগ অস্বীকার করলেন ব্রাজিলিয়ান ফুটবলার রবার্তো কার্লোস

মাসেডোনিয়াকে দুই-এক গোলে হারিয়ে বিশ্বকাপের যোগ্যতাঅর্জনপর্বে গ্রুপে শীর্ষ স্থান ধরে রাখল স্পেন। নয়া কোচ লোপেটেগুইয়ের জমানায় স্পেনের দুরন্ত ফর্ম অব্যাহত রবিবার রাতেও। ম্যাচের পনেরো মিনিটে ডেভিড সিলভার গোলে এগিয়ে যায় লা রোজা বাহিনী। স্পেনের জার্সিতে টানা চতুর্থ ম্যাচে গোল পেলেন সিলভা। বিরতির আগেই দিয়েগো কোস্তার গোলে স্প্যানিশ আর্মাডার ব্যবধান আরও বাড়ে। চেলসিতে তার অনিশ্চিত ভবিষ্যতের মধ্যেই স্পেনের জার্সিতে দুরন্ত ফর্মে কোস্তা। বিরতির পর মাসেডোনিয়ার হয়ে একটা গোল শোধ করেন রিসটোভস্কি। তবে তিন পয়েন্ট নিশ্চিত করেই মাঠ ছাড়ে স্পেন।

আরও পড়ুন  এখনও ক্যাপ্টেন রয়েছেন কেন? এই প্রশ্নের উত্তরে কী বললেন ডিভিলিয়ার্স?

.