নিজের ভালো বোলিং পারফরম্যান্সের জন্য ব্রড কাকে কৃতিত্ব দিচ্ছেন জানেন?

ভাইজাগ টেস্টে আর হার বাঁচাতে পারল না ইংল্যান্ড। ভারতের কাছে অ্যালিস্টার কুকের দল হেরে গেল ২৪৬ রানে। যদিও সিরিজের দ্বিতীয় টেস্টে নজর কাড়লেন ইংরেজ পেস বোলার স্টুয়ার্ট ব্রড। ভারতের দ্বিতীয় ইনিংসে তো তিনি ৩৩ রানের বিনিময়ে চার উইকেট পেয়েছেন। আর ভারতের প্রথম ইনিংসে তিনি পেয়েছিলেন একটি উইকেট।

Updated By: Nov 21, 2016, 03:19 PM IST
নিজের ভালো বোলিং পারফরম্যান্সের জন্য ব্রড কাকে কৃতিত্ব দিচ্ছেন জানেন?

ওয়েব ডেস্ক: ভাইজাগ টেস্টে আর হার বাঁচাতে পারল না ইংল্যান্ড। ভারতের কাছে অ্যালিস্টার কুকের দল হেরে গেল ২৪৬ রানে। যদিও সিরিজের দ্বিতীয় টেস্টে নজর কাড়লেন ইংরেজ পেস বোলার স্টুয়ার্ট ব্রড। ভারতের দ্বিতীয় ইনিংসে তো তিনি ৩৩ রানের বিনিময়ে চার উইকেট পেয়েছেন। আর ভারতের প্রথম ইনিংসে তিনি পেয়েছিলেন একটি উইকেট।

আরও পড়ুন এ বছরে টেস্টে সবথেকে বেশি উইকেট পাওয়া ১০ জন বোলার কে দেখুন

নিজের এই ভালো বোলিং পারফরম্যান্সের জন্য স্টুয়ার্ট ব্রড কাকে ধন্যবাদ জানাচ্ছেন জানেন? শুনলে আপনি খুশিই হবেন। জাহির খান। হ্যাঁ, ভারতের এই প্রাক্তন পেস বোলারকেই নিজের ভালো পারফরম্যান্সের জন্য কৃতিত্ব দিচ্ছেন ব্রড। তিনি বলেছেন, 'উপমহাদেশ ভালো বোলিং করার জন্য জাহির খানের থেকে ভালো পরামর্শদাতা আর কে হতে পারে! আমি আর জিমি জাহিরের সঙ্গে কথা বলি। ওঁর পরামর্শ মতো বল করেই আমার বোলিংয়ের ধার বেড়েছে।'

আরও পড়ুন  ভারত সফরে এসে দৈনিক ভাতা পাচ্ছেন না ইংল্যান্ড ক্রিকেটাররা!

.