জাতীয় সঙ্গীত গাইলেন সানি লিওন, করতালিতে ফেটে পড়ল গোটা স্টেডিয়াম

ভারত পাকিস্তান ম্যাচ। ইডেনে জাতীয় সঙ্গীত গেয়েছিলেন বলিউড তারকা অমিতাভ বচ্চন। 'ব্যারি টোনে' অমিতাভ বচ্চনের কন্ঠে কলরব তুলেছিল গোটা ইডেন। শরীর থেকে স্ফুলিঙ্গ বার করে আনা সেই মুহূর্ত আজও যেন শিহরণ জাগায়। ক্রিকেটের মাঠের 'উত্তরাধিকার' কবাডির কোর্টেও। আগের বার জাতীয় সঙ্গীত গেয়েছিলেন ভারতীয় ক্রিকেটের 'মহারাজ' প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তাঁর আগে অবশ্য অমিতাভ বচ্চনকেও দেখা গিয়েছিল একই ভূমিকায়। এবার সৌরভের 'উত্তরাধিকার' হলেন সানি। প্রো কবাডি লিগে সানি লিওন গাইলেন ভারতের জাতীয় সঙ্গীত। সানির সুরে একটা সময় কণ্ঠ মেলালো গোটা স্টেডিয়াম। আর জাতীয় সঙ্গীত শেষ হতেই করতালিতে ফেটে পড়ল গোটা স্টেডিয়াম।  

Updated By: Jul 22, 2016, 10:45 AM IST
জাতীয় সঙ্গীত গাইলেন সানি লিওন, করতালিতে ফেটে পড়ল গোটা স্টেডিয়াম

ওয়েব ডেস্ক: ভারত পাকিস্তান ম্যাচ। ইডেনে জাতীয় সঙ্গীত গেয়েছিলেন বলিউড তারকা অমিতাভ বচ্চন। 'ব্যারি টোনে' অমিতাভ বচ্চনের কন্ঠে কলরব তুলেছিল গোটা ইডেন। শরীর থেকে স্ফুলিঙ্গ বার করে আনা সেই মুহূর্ত আজও যেন শিহরণ জাগায়। ক্রিকেটের মাঠের 'উত্তরাধিকার' কবাডির কোর্টেও। আগের বার জাতীয় সঙ্গীত গেয়েছিলেন ভারতীয় ক্রিকেটের 'মহারাজ' প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তাঁর আগে অবশ্য অমিতাভ বচ্চনকেও দেখা গিয়েছিল একই ভূমিকায়। এবার সৌরভের 'উত্তরাধিকার' হলেন সানি। প্রো কবাডি লিগে সানি লিওন গাইলেন ভারতের জাতীয় সঙ্গীত। সানির সুরে একটা সময় কণ্ঠ মেলালো গোটা স্টেডিয়াম। আর জাতীয় সঙ্গীত শেষ হতেই করতালিতে ফেটে পড়ল গোটা স্টেডিয়াম।  

.