ন্যু ক্যাম্পে ইতিহাস, প্যারিস সাঁজাঁকে ৬-১ গোলে দুরমুশ করল বার্সা

Updated By: Mar 9, 2017, 09:17 AM IST
ন্যু ক্যাম্পে ইতিহাস, প্যারিস সাঁজাঁকে ৬-১ গোলে দুরমুশ করল বার্সা

ওয়েব ডেস্ক: এভাবেও ফিরে আসা যায়। ন্যু ক্যাম্পে ইতিহাস গড়ে সেটাই দেখিয়ে দিল মেসির বার্সিলোনা। চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সাঁজাঁকে ৬-১ গোলে দুরমুশ করে শেষ আটে চলে গেলেন মেসিরা। 

প্রথম লেগে ০-৪ গোলে পিছিয়ে থাকা বার্সিলোনা এভাবে ঘুরে দাঁড়াবে, অনেক কট্টর বার্সা সমর্থকই তা বিশ্বাস করেননি। অথচ ম্যাচ শেষে স্কোর বোর্ডে লেখা ৬-১। এগ্রিগেটে কোয়ার্টার ফাইনালে নেইমার, সুয়ারেজরা। ম্যাচের পুরোটাই ছিল নাটকীয়তায় ভরা। একটা সময় ৩-০ গোলে এগিয়ে ছিল বার্সিলোনা। তখনই প্যারিসের অ্যাওয়ে গোল  সব হিসেব গুলিয়ে দেয়। শেষ আটে যেতে হলে বার্সার দরকার ছিল আরও ৩ টে গোল। ৮৮ মিনিটে নেইমারের ফ্রিকিক থেকে ৪-১ করে বার্সা। ৯০ মিনিটে পেনাল্টি থেকে আরও একটি গোল করেন নেইমার। তারপর ইনজ্যুরি টাইমে নেইমারের পাস থেকেই গোল করে বার্সাকে ইতিহাসের পাতায় তুলে দেন রবার্তো। 

 

.