গোল করা নেকড়ে বাঘই রাশিয়া বিশ্বকাপের ম্যাসকট

Updated By: Oct 22, 2016, 10:55 PM IST
গোল করা নেকড়ে বাঘই রাশিয়া বিশ্বকাপের ম্যাসকট

বাঘ....

নেকড়ে বাঘ...

বেড়াল...

মহিলাদের হাত ধরে গটগট করে কোথায় চলেছেন এঁরা? সঙ্গে আবার রয়েছেন প্রাক্তন ব্রাজিলিয়ান ফুটবলার রোনাল্ডোও। সব গুলিয়ে যাচ্ছে তো? আসলে রাশিয়ায় ২০১৮ সালে ফুটবল বিশ্বকাপের জন্য ম্যাসকট বেছে নিতে এত আয়োজন। ম্যাসকট হওয়ার দৌড়ে রয়েছে বাঘ, নেকড়ে বাঘ এবং বেড়াল।

আরও পড়ুন-খেলার সব খবর

ভোটাভুটির মাধ্যমে বিশ্বকাপের ম্যাসকট হিসাবে নেকড়ে বাঘকে বেছে নিয়েছেন রাশিয়ার মানুষ। আঠেরো মাস ধরে ফিফার ওয়েবসাইটে চলেছে এই ভোটাভুটি। নেকড়ে বাঘে পক্ষে সবচেয়ে বেশি ৫২ .৮ শতাংশ ভোট পড়েছে। এই ম্যাসকটকে নাম দেওয়া হয়েছে জাবিভাকা। রাশিয়ান ভাষায় জাবিভাকা মানে যে গোল করেন।

(দেখুন স্পোর্টস ২৪ রাত সাড়ে দশটায়)

.