গরুমারা জাতীয় উদ্যানে ফের চোরাশিকারের থাবা, উধাও আরও একটি গণ্ডার

গরুমারা জাতীয় উদ্যান -এ ফের চোরাশিকারের থাবা । উধাও হয়ে গেল আরও একটি গণ্ডার । পরিবেশ প্রেমীদের অভিযোগ, এই গণ্ডারটিরও শিং কেটে নিয়ে গেছে চোরাশিকারিরা। কয়েকদিন আগেই গোরুমারায় মাটি খুঁড়ে দুটি গণ্ডারের কঙ্কাল উদ্ধার হয়। সূত্রের খবর, সেগুলিরও শিং ছিল না। নিখোঁজ গণ্ডারটিকে খুঁড়ে বের করতে গরুমারা জুড়ে জোর তল্লাসি চলছে। রবিবার এলাকা ঘুরে দেখেন বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন ।

Updated By: Apr 24, 2017, 10:55 AM IST
গরুমারা জাতীয় উদ্যানে ফের চোরাশিকারের থাবা, উধাও আরও একটি গণ্ডার

ওয়েব ডেস্ক: গরুমারা জাতীয় উদ্যান -এ ফের চোরাশিকারের থাবা । উধাও হয়ে গেল আরও একটি গণ্ডার । পরিবেশ প্রেমীদের অভিযোগ, এই গণ্ডারটিরও শিং কেটে নিয়ে গেছে চোরাশিকারিরা। কয়েকদিন আগেই গোরুমারায় মাটি খুঁড়ে দুটি গণ্ডারের কঙ্কাল উদ্ধার হয়। সূত্রের খবর, সেগুলিরও শিং ছিল না। নিখোঁজ গণ্ডারটিকে খুঁড়ে বের করতে গরুমারা জুড়ে জোর তল্লাসি চলছে। রবিবার এলাকা ঘুরে দেখেন বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন ।

অন্যদিকে, আজ বিকেলেও কলকাতায় ঝড়বৃষ্টি হতে পারে। পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর । আবহবিদরা জানিয়েছেন, বিকেলের দিকে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হতে পারে কলকাতা ও আসপাশের এলাকায়।

আজ বিকেলেও কলকাতায় ঝড়বৃষ্টি হতে পারে

.