ফের বাসন্তীতে শাসকদলের গোষ্ঠীসংঘর্ষ

ফের উত্তপ্ত বাসন্তী। তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদে জখম এক তৃণমূল কর্মী। বাসন্তী থানার গোবরামারির ঘটনা। অভিযোগ, গতকাল রাতে বাড়ি ফেরার সময় যুব তৃণমূল কর্মীরা মারধর করে তৃণমূল কর্মী আবদুল লতিফকে।  অভিযোগ, অস্বীকার করেছে যুব তৃণমূল নেতৃত্ব। বারবার গোষ্ঠীসঘর্ষের ঘটনায় উত্তপ্ত বাসন্তী। বিরক্ত শীর্ষ নেতৃত্বও। সুব্রত বক্সির বাড়িতে সম্প্রতি এই নিয়ে একটি বৈঠক হয়। বৈঠকে ডেকে পাঠানো হয় বিবদমান ২ গোষ্ঠীকে। সংঘর্ষ না থামলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেয় দল। সেই নির্দেশেও যে কাজ তেমন হয়নি, এদিনের ঘটনা সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

Updated By: Jul 2, 2017, 11:51 AM IST
ফের বাসন্তীতে শাসকদলের গোষ্ঠীসংঘর্ষ

ওয়েব ডেস্ক : ফের উত্তপ্ত বাসন্তী। তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদে জখম এক তৃণমূল কর্মী। বাসন্তী থানার গোবরামারির ঘটনা। অভিযোগ, গতকাল রাতে বাড়ি ফেরার সময় যুব তৃণমূল কর্মীরা মারধর করে তৃণমূল কর্মী আবদুল লতিফকে।  অভিযোগ, অস্বীকার করেছে যুব তৃণমূল নেতৃত্ব। বারবার গোষ্ঠীসঘর্ষের ঘটনায় উত্তপ্ত বাসন্তী। বিরক্ত শীর্ষ নেতৃত্বও। সুব্রত বক্সির বাড়িতে সম্প্রতি এই নিয়ে একটি বৈঠক হয়। বৈঠকে ডেকে পাঠানো হয় বিবদমান ২ গোষ্ঠীকে। সংঘর্ষ না থামলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেয় দল। সেই নির্দেশেও যে কাজ তেমন হয়নি, এদিনের ঘটনা সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

আরও পড়ুন, জমজমাট বউভাতে হঠাত্ই বন্দুকবাজের হামলা!

.