অ্যাপেলকে হারিয়ে এখন বিশ্বের দুই নম্বর মোবাইল প্রস্তুতকারক সংস্থা চিনের হুয়েই!

চাইনিজ স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা হুয়েই-এর দাবি, অ্যাপেলকে হারিয়ে এখন তারাই নাকি বিশ্বের দুই নম্বর মোবাইল প্রস্তুতকারক কোম্পানি। হুয়েই-এর ডিরেক্টর (ভারত) অ্যালেন ওয়াং দাবি করেছেন, "ডিসেম্বরের রিপোর্ট অনুযায়ী, হুয়েই বিশ্বের বাজারে অ্যাপেলের বিক্রিকে শুধু টেক্কা দিয়েছে তাই নয়, তাদেরকে পিছনে ফেলে বিশ্বের দুই নম্বর মোবাইল প্রস্তুতকারক সংস্থার স্থানও দখল করেছে"। অ্যালেন ওয়াং আরও দাবি করেছেন, ডিসেম্বর ২০১৬-তে সারা বিশ্বে হুয়েই স্মার্টফোনের বিক্রি পৌঁছায় ১৩.২ শতাংশে, যেখানে অ্যাপেল-এর বিক্রি ১২ শতাংশেই থেমে থাকে। হুয়েই-এর দাবি বিগত বছর তারা ১৩.৮ কোটি ফোন বিক্রি করেছে। 

Updated By: Jun 12, 2017, 04:21 PM IST
অ্যাপেলকে হারিয়ে এখন বিশ্বের দুই নম্বর মোবাইল প্রস্তুতকারক সংস্থা চিনের হুয়েই!

ওয়েব ডেস্ক: চাইনিজ স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা হুয়েই-এর দাবি, অ্যাপেলকে হারিয়ে এখন তারাই নাকি বিশ্বের দুই নম্বর মোবাইল প্রস্তুতকারক কোম্পানি। হুয়েই-এর ডিরেক্টর (ভারত) অ্যালেন ওয়াং দাবি করেছেন, "ডিসেম্বরের রিপোর্ট অনুযায়ী, হুয়েই বিশ্বের বাজারে অ্যাপেলের বিক্রিকে শুধু টেক্কা দিয়েছে তাই নয়, তাদেরকে পিছনে ফেলে বিশ্বের দুই নম্বর মোবাইল প্রস্তুতকারক সংস্থার স্থানও দখল করেছে"। অ্যালেন ওয়াং আরও দাবি করেছেন, ডিসেম্বর ২০১৬-তে সারা বিশ্বে হুয়েই স্মার্টফোনের বিক্রি পৌঁছায় ১৩.২ শতাংশে, যেখানে অ্যাপেল-এর বিক্রি ১২ শতাংশেই থেমে থাকে। হুয়েই-এর দাবি বিগত বছর তারা ১৩.৮ কোটি ফোন বিক্রি করেছে। 

অ্যালেন ওয়াং তাঁর কোম্পানির সাফল্যের কথা জানাতে গিয়ে এও বলেছেন, 'এখন হুয়েই বিশ্বের একনম্বর অনলাইন মোবাইল প্রস্তুতকারক সংস্থা'।  

উল্লেখ্য, অ্যাপেলকে টেক্কা দিলেও বিশ্বের বাজারে স্যামসুং-এর থেকে এখনও ঢের পিছিয়ে চাইনিজ মোবাইল প্রস্তুতকারক সংস্থা হুয়েই। বর্তমানে হুয়েই বিশ্বের ৭৪টি দেশে রমরমিয়ে ব্যবসা করছে। ভারতেও এই মোবাইলের বিক্রি রয়েছে। 

.