আকর্ষণীয় ফিচার্স নিয়ে সাধ্যের মধ্যে স্মার্টওয়াচ আনল নোকিয়া

Updated By: Oct 12, 2017, 05:43 PM IST
আকর্ষণীয় ফিচার্স নিয়ে সাধ্যের মধ্যে স্মার্টওয়াচ আনল নোকিয়া

ওয়েব ডেস্ক:  অবিশ্বাস্য দাম আর আকর্ষণীয় ফিচার্স নিয়ে নোকিয়া এবার বাজারে আনল স্মার্টওয়াচ। স্টিল, গ্রে আর স্টিল এইচআর- এই তিন রকম মডেল রয়েছে ঘড়িটির। সাধ্যের মধ্যেই আপনি পেয়ে যাবেন এই স্মার্টওয়াচ। জেনে নিন কী কী ফিচার্স রয়েছে এই ঘড়িতে?

আরও পড়ুন: স্মার্টফোন কিনলেই ১৫০০ টাকার ক্যাশব্যাক অফার এয়ারটেলে

১. নোকিয়া স্মার্টওয়াচে রয়েছে ১.৫ইঞ্চি ও এলইডি ডিসপ্লে।

২. ঘড়িতে রয়েছে ওয়াইফাই, ব্লুটুথ, কানিক্টিভিটি।

৩. এই ঘড়িতে রয়েছে স্মার্ট স্লিপ প্যাটার্ন সেন্সর, যা আপনার কাজকর্ম ট্র্যাক করতে পারবে।

৪. এই ঘড়িতে রয়েছে হার্ট রেট সেন্সর, অ্যাকসেলেরোমিটার, স্পিকার, মাইক্রোফোন সহ একাধিক স্মার্ট ফিচার্স।

৫. ব্যাটারি ব্যাপআপ একটানা প্রায় ২৫ ঘণ্টা।

ভারতীয় বাজারে এই স্মার্টওয়াচের দাম মাত্র ১২ হাজার ৬০০ টাকা।   

আরও পড়ুন: দিওয়ালিতে গ্রাহকদের জন্য জিওর ১০০ শতাংশ ক্যাশব্যাক অফার

.