চুরি করা ভিডিওর উপর নজরদারি ফেসবুকের

ভিডিওর উপর নজরদারি চালাবে ফেসবুক। ইউটিউবের মতো ফেসবুকও বিবেচনা করে দেখবে কোনও ভিডিও দ্বিতীয়বার আপলোড হচ্ছে কিনা অথবা সেই ভিডিওর মালিকানা ব্যবহারকারীর নিজস্ব কিনা।

Updated By: Sep 1, 2015, 01:45 PM IST
চুরি করা ভিডিওর উপর নজরদারি ফেসবুকের

ওয়েব ডেস্ক: ভিডিওর উপর নজরদারি চালাবে ফেসবুক। ইউটিউবের মতো ফেসবুকও বিবেচনা করে দেখবে কোনও ভিডিও দ্বিতীয়বার আপলোড হচ্ছে কিনা অথবা সেই ভিডিওর মালিকানা ব্যবহারকারীর নিজস্ব কিনা।

চুরি করা ভিডিও ফেসবুকে আর আপলোড করতে পারবেন না অন্য কোনও ব্যবহারকারী। ফেসবুকে কারও ব্যবহৃত ভিডিও শুধুমাত্র ভাল লাগার কারণে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে গেলে ফেসবুক আপনাকে জানান দেবে।

সূত্রের খবর, ব্যবহারকারীর নিজস্ব ভিডিও নিরাপত্তাহীনতায় ভুগছে, এই নিয়ে একাধিকবার অভিযোগ এসেছে ফেসবুকে। এই বিষয় নিয়ে ফেসবুক একটি বিশেষজ্ঞ দল গঠন করে। সেই বিশেষজ্ঞ দল তৈরি করতে চলেছে ভিডিও মনেটাইজেশন। ফেসবুকের এই ম্যাচিং টুল জানিয়ে দেবে আপনার আপলোড করা ভিডিও আগেই আপলোড হয়েছে কিনা। যদি আগে থেকেই ভিডিও আপলোড করা থাকে তাহলে তার ভৌগোলিক ঠিকানা ও আনুষাঙ্গিক তথ্যও দেখা যাবে।

.