বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে 'স্যামসাং নোট-৭'

স্যামসং সংস্থার তরফ থেকে তাদের তৈরি 'গ্যালাক্সি নোট-সেভেন' মডেলের মোবাইল হ্যান্ডসেটটি বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর কারণ হিসাবে জানা গেছে সেটটির ব্যাটারির সমস্যার কথা। সবেমাত্র গত অগাস্টের ১৯ তারিখে বাজারে এসেছিল এই ফোনটি। আর তার মধ্যেই ধরা পড়ল বড় সমস্যা।

Updated By: Sep 3, 2016, 03:35 PM IST
বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে 'স্যামসাং নোট-৭'

ওয়েব ডেস্ক: স্যামসং সংস্থার তরফ থেকে তাদের তৈরি 'গ্যালাক্সি নোট-সেভেন' মডেলের মোবাইল হ্যান্ডসেটটি বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর কারণ হিসাবে জানা গেছে সেটটির ব্যাটারির সমস্যার কথা। সবেমাত্র গত অগাস্টের ১৯ তারিখে বাজারে এসেছিল এই ফোনটি। আর তার মধ্যেই ধরা পড়ল বড় সমস্যা।

আরও পড়ুন- যে কারণে ATM স্লিপ একদমই ফেলে দেওয়া উচিত নয়!

সংস্থার তরফে বলা হয়েছে যে, গ্যালাক্সি নোট-সেভেন-কে চার্জে বসালে সেটটির ব্যাটারি ফেটে যাচ্ছে। তাই ওই মডেলটি বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত। স্যামসাং আরও জানিয়েছে যে যাঁরা ওই মডেল কিনেছেন তাঁদের নতুন 'নোট-৭' দেওয়া হবে। আর বাজার থেকে তুলে নেওয়া সেটগুলো দু'সপ্তাহের মধ্যে সারিয়ে ফেলা হবে।

আরও পড়ুন- ভোডাফোনের চমকে দেওয়ার মতো কমে ডেটা ট্যারিফ

.