সারা বিশ্বে ১ কোটি ১৪ লক্ষ কম্পিউটারে ব্যবহার হচ্ছে উইন্ডোজ টেন, তথ্য মাইক্রোসফট

সারা বিশ্বের ১৪ মিলিয়ন কম্পিউটারে এখন উইন্ডোজ টেন ব্যবহার করা হচ্ছে বলে জানাল মাইক্রোসফট। মাত্র ২ দিন আগে ফ্রি ডাউনলোড হিসেবে উইন্ডোজ টেন রিলিজ করে মাইক্রোসফট। লক্ষ্য আগামী ৩ বছরে সারা বিশ্বে এক বিলিয়ন কম্পিউটারে ব্যবহৃত হবে উইন্ডোজ টেন।

Updated By: Jul 31, 2015, 02:58 PM IST
সারা বিশ্বে ১ কোটি ১৪ লক্ষ কম্পিউটারে ব্যবহার হচ্ছে উইন্ডোজ টেন, তথ্য মাইক্রোসফট

ওয়েব ডেস্ক: সারা বিশ্বের ১৪ মিলিয়ন কম্পিউটারে এখন উইন্ডোজ টেন ব্যবহার করা হচ্ছে বলে জানাল মাইক্রোসফট। মাত্র ২ দিন আগে ফ্রি ডাউনলোড হিসেবে উইন্ডোজ টেন রিলিজ করে মাইক্রোসফট। লক্ষ্য আগামী ৩ বছরে সারা বিশ্বে এক বিলিয়ন কম্পিউটারে ব্যবহৃত হবে উইন্ডোজ টেন।

বৃহস্পতিবার একটি ব্লগ পোস্টে মাইক্রোসফট জানায়, যারা পুরনো ভার্সন থেকে উইন্ডোজ টেনে ফ্রি আপগ্রেড চেয়েছিলেন তাদের সকলকে এখনও দেওয়া যায়নি এই সুবিধা। এই ১ কোটি ১৪ লক্ষের মধ্যে একেবারে নতুন কম্পিউটারও রয়েছে। এখনও পর্যন্ত ভাল উইন্ডোজ টেনের ভাল সাড়া মিলেছে বলেই জানিয়েছে মাইক্রোসফট। বিশেষত যারা উইন্ডোজ এইঠ থেকে নতুন ভার্সনে আপগ্রেড করেছেন তাদের মধ্যে ভাল সাড়া ফেলেছে উইন্ডোজ টেন।

 

.