দাউদ ইব্রাহিম কি করাচিতে, প্রাক্তন পাক প্রেসিডেন্ট মুশারফের কথায় মিলল ইঙ্গিত

Updated By: Aug 31, 2017, 12:34 PM IST
দাউদ ইব্রাহিম কি করাচিতে, প্রাক্তন পাক প্রেসিডেন্ট মুশারফের কথায় মিলল ইঙ্গিত

ওয়েব ডেস্ক : দাউদ ইব্রাহিম কি করাচিতে রয়েছে? পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফের কথায় মিলছে এমনই ইঙ্গিত। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাতকারে প্রাক্তন পাক প্রেসিডেন্ট বলেন, ‘বহু যুগ ধরে পাকিস্তানকে দোষারোপ করে আসছে ভারত। তাই কেন এখন আমরা ভাল বন্ধুর মত ব্যবহার করব? কেন  সাহায্য করব? দাউদ কোথায় রয়েছে, তা জানা নেই। তবে ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের মাথা দাউদ এখানেও থাকতে পারে। আবার অন্য কোথাও-ও থাকতে পারে।’ মুশারফের ওই মন্তব্যের পর থেকেই শুরু হয়েছে জোর জল্পনা।

যদিও ‘আন্ডারওয়ার্ল্ড ডন’ দাউদ ইব্রাহিম পাকিস্তানে নেই বলে বার বার দাবি করে আসছে ভারতের প্রতিবেশী দেশ। গত ১০ বছরে দিল্লির কাছে এমন অনেক তথ্যই এসেছে, যা থেকে অনেকটাই পরিষ্কার, দাউদ পাকিস্তানেই রয়েছে। কিন্তু, ইসলামাবাদের তরফে দিল্লির সেই দাবিকে ক্রমাগত নস্যাত করে দেওয়া হয়েছে।

.