ভিনগ্রহীদের হাত থেকে পৃথিবীকে রক্ষার 'কোটি টাকার চাকরি' নাসায়

Updated By: Aug 6, 2017, 01:00 PM IST
ভিনগ্রহীদের হাত থেকে পৃথিবীকে রক্ষার 'কোটি টাকার চাকরি' নাসায়

ওয়েব ডেস্ক : ভিনগ্রহের বাসিন্দাদের নিয়ে আপনার সম্যক জ্ঞান আছে? তাহলে আপনার স্বপ্নের চাকরি এবার আপনার হাতের মুঠোয়। "প্ল্যানেটারি প্রোটেকশন অফিসার" নিয়োগ করতে চলেছে নাসা। যাদের কাজ হবে ভিনগ্রহের প্রাণীদের হাত থেকে পৃথিবীকে রক্ষা করা। বেতন হবে ১ লাখ ২৪ হাজার মার্কিন ডলার থেকে ১ লাখ ৮৭ হাজার মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১ কোটির উপরে।

মার্কিন সরকারের সরকারি কর্মসংস্থান সাইটে জারি হয়েছে বিজ্ঞপ্তি। ১৪ অগাস্টের মধ্যে আবেদন করতে পারবেন যেকোনও দেশের নাগরিকরা। প্রাথমিকভাবে ৩ বছরের জন্য নিয়োগ করা হবে। দরকারে আরও ২ বছরের জন্য বাড়তে পারে মেয়াদ।

আবেদনকারীদের যোগ্যতামান হিসেবে থাকতে হবে, প্রযুক্তিবিদ্যায় তুখোড় দক্ষতা। পদার্থবিদ্যা, ইঞ্জিনিয়ারিং বা অঙ্কে অ্যাডভ্যান্স ডিগ্রি। সেইসঙ্গে উচ্চপদস্থ সরকারি কর্মচারী হিসেবে ন্যূনতম ১ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুন, ডিম্বাণু ডোনেট করে মাসে রোজগার ৭০,০০০ টাকা!

.