মঙ্গলে জলের স্রোত বয়, জানিয়ে দিল নাসা

লালগ্রহের বুকে শুধু জমা জল নয়। রয়েছে নোনা জলের প্রবাহ। প্রতি গ্রীষ্মে জলের প্রবাহ বাড়ে। সাম্প্রতিক পর্যবেক্ষণে এমনই প্রমাণ মিলেছে। দাবি নাসার। একই সঙ্গে নাসার দাবি মঙ্গলে জলের স্রোত বয়।

Updated By: Sep 28, 2015, 10:55 PM IST
মঙ্গলে জলের স্রোত বয়, জানিয়ে দিল নাসা

ওয়েব ডেস্ক: মঙ্গলে শুধু জমা বরফ নয়, রয়েছে নোনা জলের স্রোতও। দাবি করলেন নাসার বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের দাবি, গ্রীষ্মকালে মঙ্গলে বয় নোনা জলের ধারা। মঙ্গলের কিছু কিছু ঢালু এলাকায় নোনা জলের স্রোত যে বয়, তার জোরালো প্রমাণ পাওয়া পাওয়া গেছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা।

তাঁদের দাবি, যে ঘন, সংকীর্ণ ধারার চিহ্ন মিলেছে, তা গ্রীষ্মকালে আরো প্রসারিত হয়। অন্য সময়ে সেই ধারা সংকীর্ণ হয়ে আসে।  জলে নুন থাকলে জল জমার হিমাঙ্ক কমে আসে। সেকারণেই জলের ধারা বাড়ে -কমে বলে দাবি বিজ্ঞানীদের। জলই জীবনের ধারক। সেকারণে নাসার এই আবিষ্কারের  অপরিসাম গুরুত্ব রয়েছে বলে দাবি বিজ্ঞানীদের।

যদি সত্যিই মঙ্গলে জলের সন্ধান মেলে, তবে এবার পৃথিবীর বাইরেও প্রাণের অস্তিত্ব নিয়ে আশার আলো দেখা যেতে পারে।

.