সার্জিক্যাল স্ট্রাইক প্রসঙ্গে ভারতের পাশেই মার্কিন যুক্তরাষ্ট্র

ভারত-পাক সংঘাত। চড়তে থাকা উত্তেজনার মাঝেই এবার সন্ত্রাস দমন প্রসঙ্গে ভারতের পাশে দাঁড়াল মার্কিন যুক্তরাষ্ট্র। এবিষয়ে মার্কিন প্রতিরক্ষা দফতরের মুখপাত্র মার্ক টোনার বলেন, লস্কর এ তইবা, হাক্কানি নেটওয়ার্কই হোক বা জইশ এ মহম্মদ, এধরনের জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, জঙ্গি ঘাঁটিগুলিকে ধ্বংস করার ব্যাপারে লাগাতার চাপ দিয়ে আসছে মার্কিন প্রশাসন। উরি-হামলার নিন্দাও শোনা যায় তাঁর গলায়।

Updated By: Oct 1, 2016, 09:47 AM IST
সার্জিক্যাল স্ট্রাইক প্রসঙ্গে ভারতের পাশেই মার্কিন যুক্তরাষ্ট্র

ওয়েব ডেস্ক : ভারত-পাক সংঘাত। চড়তে থাকা উত্তেজনার মাঝেই এবার সন্ত্রাস দমন প্রসঙ্গে ভারতের পাশে দাঁড়াল মার্কিন যুক্তরাষ্ট্র। এবিষয়ে মার্কিন প্রতিরক্ষা দফতরের মুখপাত্র মার্ক টোনার বলেন, লস্কর এ তইবা, হাক্কানি নেটওয়ার্কই হোক বা জইশ এ মহম্মদ, এধরনের জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, জঙ্গি ঘাঁটিগুলিকে ধ্বংস করার ব্যাপারে লাগাতার চাপ দিয়ে আসছে মার্কিন প্রশাসন। উরি-হামলার নিন্দাও শোনা যায় তাঁর গলায়।

ভারত-পাক দুদেশের মধ্যে যেভাবে উত্তেজনার পারদ চড়ছে, তা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করার পাশাপাশি বিষয়টি নিয়ে ভারতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান টোনার। কথা চলছে পাক মিলিটারির সঙ্গেও। একমাত্র এই পথেই দুদেশের মধ্যে উত্তেজনা কমানো সম্ভব বলে মত মার্কিন প্রশাসনের। পরিস্থিতির দিকে সবসময় নজর রাখা হচ্ছে। বলেন টোনার। দিল্লি-ইসলামাবাদ দুপক্ষকেই শান্তি বজায় রাখার আবেদন জানান তিনি। 

.