দশ চাকার ট্রেলারের ধাক্কায় ভেঙে গেল ব্রিজের রেলিং

দক্ষিণ দিনাজপুরে রামপুর চোদ্দো মাইল ব্রিজে মর্মান্তিক দুর্ঘটনা। দশ চাকার ট্রেলারের ধাক্কায় ভেঙে যায় ব্রিজের রেলিং। আর সিমেন্টবোঝাই ট্রেলারটি মালদা থেকে বালুরঘাটের দিকে আসছিল। চোদ্দো মাইল ব্রিজে ওঠার পর আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সোজা রেলিংয়ে ধাক্কা খায়। এরপরই কার্যত ভেঙেচুরে টুকরো টুকরো হয়ে যায় এত বড় লরিটি। চালক পলাতক। এই দুর্ঘটনার জেরে, মাঝরাত থেকে বালুরঘাট-মালদা রাজ্য সড়কে যান চলাচল বন্ধ। বেশ কিছু গাড়িকে তপন হয়ে ঘুরপথে চালানো হচ্ছে। তবে বহু পণ্যবাহী ট্রাক মাঝপথেই আটকে পড়েছে। যানজটে ভোগান্তির শিকার সাধারণ যাত্রীরা।

Updated By: Jan 23, 2016, 09:29 PM IST
দশ চাকার ট্রেলারের ধাক্কায় ভেঙে গেল ব্রিজের রেলিং

ওয়েব ডেস্ক: দক্ষিণ দিনাজপুরে রামপুর চোদ্দো মাইল ব্রিজে মর্মান্তিক দুর্ঘটনা। দশ চাকার ট্রেলারের ধাক্কায় ভেঙে যায় ব্রিজের রেলিং। আর সিমেন্টবোঝাই ট্রেলারটি মালদা থেকে বালুরঘাটের দিকে আসছিল। চোদ্দো মাইল ব্রিজে ওঠার পর আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সোজা রেলিংয়ে ধাক্কা খায়। এরপরই কার্যত ভেঙেচুরে টুকরো টুকরো হয়ে যায় এত বড় লরিটি। চালক পলাতক। এই দুর্ঘটনার জেরে, মাঝরাত থেকে বালুরঘাট-মালদা রাজ্য সড়কে যান চলাচল বন্ধ। বেশ কিছু গাড়িকে তপন হয়ে ঘুরপথে চালানো হচ্ছে। তবে বহু পণ্যবাহী ট্রাক মাঝপথেই আটকে পড়েছে। যানজটে ভোগান্তির শিকার সাধারণ যাত্রীরা।

.