সাংসদ দেবের জ্যাঠার জমিতে ফের চাষে বাধার অভিযোগ

সাংসদ দেবের জ্যাঠার জমিতে ফের চাষে বাধার অভিযোগ। গতকাল রাতে পাওয়ার টিলার দিয়ে হাল চষার সময় এক শ্রমিককে মারধরের অভিযোগ। তিন দিন আগেও একই অভিযোগ করেছিলেন দেবের জ্যাঠা ও সিপিএম নেতা শক্তিপদ অধিকারী। সিপিএম করার জন্যই তাঁর সঙ্গে এই ব্যবহার এংনটাই দাবি। যদিও সেই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দেন কেশপুরের বিধায়ক শিউলি সাহা।

Updated By: Jul 30, 2016, 08:11 PM IST
সাংসদ দেবের জ্যাঠার জমিতে ফের চাষে বাধার অভিযোগ

ওয়েব ডেস্ক: সাংসদ দেবের জ্যাঠার জমিতে ফের চাষে বাধার অভিযোগ। গতকাল রাতে পাওয়ার টিলার দিয়ে হাল চষার সময় এক শ্রমিককে মারধরের অভিযোগ। তিন দিন আগেও একই অভিযোগ করেছিলেন দেবের জ্যাঠা ও সিপিএম নেতা শক্তিপদ অধিকারী। সিপিএম করার জন্যই তাঁর সঙ্গে এই ব্যবহার এংনটাই দাবি। যদিও সেই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দেন কেশপুরের বিধায়ক শিউলি সাহা।

আরও পড়ুন- শাসক দলের শাসানির মুখে সাংসদ দেবের জ্যাঠা!

গতকালের অভিযোগের পরই মীমাংসায় উদ্যোগী হয়েছে তৃণমূল জেলা নেতৃত্ব। আজ বিকেলে তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতি ও কেশপুরের তৃণমূল ব্লক সভাপতি সঞ্জয় পান আলোচনার জন্য দেবের জ্যাঠার সঙ্গে দেখা করতে যাবেন।

আরও পড়ুন- অষ্টম শ্রেণীর ছাত্রীকে জোর করে মদ খাওয়ানোর অভিযোগ

.