বহরমপুরে আক্রান্ত মুর্শিদাবাদে জেলা তৃণমূল সম্পাদক, অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক

বহরমপুরের সৈয়দাবাদে আক্রান্ত মুর্শিদাবাদে জেলা তৃণমূল সম্পাদক সুবীর সরকার। মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফিরছিলেন। সে সময় তাঁর ওপর বাইকে করে চড়াও হয় তিনজন দুষ্কৃতী। খুব কাছ থেকেই সুবীর সরকারকে পর পর ৫টি গুলি করে দুষ্কৃতীরা। তৃণমূল নেতার গুলি লাগে পায়ে, হাতে ও বুকে।

Updated By: May 5, 2016, 10:15 AM IST
বহরমপুরে আক্রান্ত মুর্শিদাবাদে জেলা তৃণমূল সম্পাদক, অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক

ওয়েব ডেস্ক: বহরমপুরের সৈয়দাবাদে আক্রান্ত মুর্শিদাবাদে জেলা তৃণমূল সম্পাদক সুবীর সরকার। মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফিরছিলেন। সে সময় তাঁর ওপর বাইকে করে চড়াও হয় তিনজন দুষ্কৃতী। খুব কাছ থেকেই সুবীর সরকারকে পর পর ৫টি গুলি করে দুষ্কৃতীরা। তৃণমূল নেতার গুলি লাগে পায়ে, হাতে ও বুকে।

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর চিকিত্সা চলছে। তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিত্সকেরা। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা মেটাতেই সুবীর সরকারের ওপর হামলা। তৃণমূলের অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। যদিও কংগ্রেসের পাল্টা অভিযোগ, গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই হামলা হয়েছে সুবীর সরকারের ওপর।

.