ফের ধাক্কা গুরুংয়ের- এবার মোর্চা ছাড়লেন দার্জিলিংয়ের বিধায়ক

পাহাড়ে ফের বড়সড় ধাক্কা মোর্চার। হরকা বাহাদুরের পথে এবার ত্রিলোক দেওয়ান। দল ছাড়লেন দার্জিলিংয়ের বিধায়ক। গুরুংকে আরও অস্বস্তিতে ফেলে  GTA থেকেও ইস্তফা দিয়েছেন তাঁর প্রধান পরামর্শদাতা।

Updated By: Sep 21, 2015, 06:18 PM IST
ফের ধাক্কা গুরুংয়ের- এবার মোর্চা ছাড়লেন দার্জিলিংয়ের বিধায়ক

ওয়েব ডেস্ক: পাহাড়ে ফের বড়সড় ধাক্কা মোর্চার। হরকা বাহাদুরের পথে এবার ত্রিলোক দেওয়ান। দল ছাড়লেন দার্জিলিংয়ের বিধায়ক। গুরুংকে আরও অস্বস্তিতে ফেলে  GTA থেকেও ইস্তফা দিয়েছেন তাঁর প্রধান পরামর্শদাতা।

সরকারের ওপর চাপ বাড়াতে তিন বিধায়ককে পদত্যাগ করানোর কৌশল নিয়েছিলেন গুরুং। দল ছেড়ে মোর্চা সভাপতিকেই পাল্টা চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছিলেন হরকা বাহাদুর ছেত্রী।  

তিনদিনের মাথায় ফের ধাক্কা। এবার দল ছাড়লেন দার্জিলিংয়ের বিধায়ক ত্রিলোক দেওয়ান। মোর্চার পাশাপাশি,  GTA-র সঙ্গেও সব সম্পর্ক ছিন্ন করছেন GTA সিইও-র প্রধান পরামর্শদাতা।
 
হরকা বাহাদুরের মতোই বিমল গুরুংয়ের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন দার্জিলিংয়ের বিধায়ক। দল তো ছাড়লেন, তৃণমূলে যাচ্ছেন কি? প্রসঙ্গে এড়িয়ে গেছেন ত্রিলোক। আগেভাগে ত্রিলোককে স্বাগত জানিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস।
 
একদিকে, লেপচা, তামাংদের জন্য পৃথক পর্ষদ গঠন করে পাহাড়ের জনজাতিদের কাছে টানার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। আর অন্যদিকে, বিমল গুরুংয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দল ছাড়ছেন একের পর বিধায়ক। পাহাড়ের রাজনীতিতে ক্রমশই কোণঠাসা হয়ে পড়ছে মোর্চা। রাজনৈতিক মহলের মতে, এখনই ভাঙন রোধ করতে না পারলে পাহাড়ে অপ্রাসঙ্গিকতা হারাবে গুরুংরা।

.