মালবাজারে হাতির তাণ্ডবে লন্ডভন্ড চা শ্রমিকদের ঘর

মালবাজারের রানিচিরা চা-বাগানের বাস লাইন ও নিউ স্টেশন লাইনে রাতভর তাণ্ডল চালাল কুড়ি-বাইশটি হাতির একটি দল। গতকাল গভীর রাতে ভুট্টাবাড়ি জঙ্গল থেকে হাতির দলটি গ্রামে ঢুকে প্রায় তিন ঘণ্টা তাণ্ডব চালায়। দশটি ঘর ভেঙে তছনছ করে দেয় হাতির দলটি। শ্রমিকদের ঘরের চাল, ডাল, সবজি সাবার করে বাসনপত্র, লেপ-তোষক ও জামাকাপড়ও নষ্ট করে হাতির দল। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনদফতরের কর্মীরা। ভোরে বনদফতরের কর্মীরা হাতির দলটিকে ভুট্টাবাড়ি জঙ্গলে ফেরত পাঠান। ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন চা-বাগানের শ্রমিকরা। ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে বন দফতর।

Updated By: Sep 1, 2015, 02:58 PM IST
মালবাজারে হাতির তাণ্ডবে লন্ডভন্ড চা শ্রমিকদের ঘর

ওয়েব ডেস্ক: মালবাজারের রানিচিরা চা-বাগানের বাস লাইন ও নিউ স্টেশন লাইনে রাতভর তাণ্ডল চালাল কুড়ি-বাইশটি হাতির একটি দল। গতকাল গভীর রাতে ভুট্টাবাড়ি জঙ্গল থেকে হাতির দলটি গ্রামে ঢুকে প্রায় তিন ঘণ্টা তাণ্ডব চালায়। দশটি ঘর ভেঙে তছনছ করে দেয় হাতির দলটি। শ্রমিকদের ঘরের চাল, ডাল, সবজি সাবার করে বাসনপত্র, লেপ-তোষক ও জামাকাপড়ও নষ্ট করে হাতির দল। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনদফতরের কর্মীরা। ভোরে বনদফতরের কর্মীরা হাতির দলটিকে ভুট্টাবাড়ি জঙ্গলে ফেরত পাঠান। ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন চা-বাগানের শ্রমিকরা। ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে বন দফতর।

.