বাঙালির পাতে কি আর ফিরবে সাধের ইলিশ? ধন্দে মত্‍স্যজীবীরাই

Updated By: Aug 4, 2015, 09:41 PM IST

বাঙালির পাতে কি আর ফিরবে সাধের ইলিশ? ধন্দে মত্‍স্যজীবীরাই

ওয়েব ডেস্ক: প্রবল দুর্যোগে সমুদ্র উত্তাল। মাছ ধরা লাটে উঠেছে মত্‍স্যজীবীদের। আড়তে আড়তে ইলিশ ভ্যানিশ। আবহাওয়ার হাল ফিরলেও বাঙালির পাতে কি আর ফিরবে সাধের ইলিশ?  ধন্দে মত্‍স্যজীবীরাই।

ছবিটা বদলে গেছে আচমকাই। দুর্যোগের দাপটে ফুঁসছে সাগর। ট্রলার ঘাটে ভিড়িয়ে এখন  ভালো আবহাওয়ার অপেক্ষায় অসহায় মাছমারার দল।

বন্যায় ভাসছে বাংলা। আবহাওয়ার ওলটপালটে যখন তখন সাগর উত্তাল। আর তারই সুবাদে বাড়ছে মাছের আকাল। ভরা বর্ষাতেই বেমালুম উধাও ইলিশ।

কাকদ্বীপ, নামখানায় হাতানিয়া দোয়ানিয়া নদীর ঘাটে  রীতিমতো ট্রলারের জ্যাম। দিনদশেক হতে চলল উত্তাল সাগরে মাছ ধরতে যাওয়া মানা।

ডায়মন্ডহারবার থেকে ফ্রেজারগঞ্জ, শতাধিক আড়তে  ইলিশ ভ্যানিশ।

তথ্য বলছে, গত ৬ বছরে সম্ভবত ইলিশের এমন আকাল দেখা যায়নি।

২০০৮-০৯ সালে ইলিশ উঠেছিল ১৬০০০ টন

২০০৯-১০-এ ইলিশের জোগান দাঁড়ায় সাকুল্যে ১৪২৬ টন

২০১০-১১য় ইলিশের জোগান বেড়ে হয় ১৯৭৯৫ টন

২০১১-১২য় ইলিশের রেকর্ড জোগান ২৪১২১ টন

২০১২-১৩য় ইলিশ ধরা পড়েছিল ৮৬৭৯ টন

গতবছরেও ইলিশের আমদানির পরিমাণ ছিল ১০৪৩৬টন

দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে যত্‍সামান্য গঙ্গার ইলিশ। আবহাওয়ার হাল ফিরলে বাড়বে ইলিশের জোগান? নিশ্চিত নন মত্‍স্যজীবীরা।

 

.