বেলুন দিয়ে ভোলানোর অছিলায় শিশু চুরি হল চন্দননগরে

বেলুন দিয়ে ভোলানোর অছিলায় শিশু চুরি হল চন্দননগরে। জগদ্ধাত্রি পুজোর মণ্ডপ থেকে শিশুটি চুরি যায়।

Updated By: Nov 14, 2016, 08:53 PM IST
বেলুন দিয়ে ভোলানোর অছিলায় শিশু চুরি হল চন্দননগরে

ওয়েব ডেস্ক: বেলুন দিয়ে ভোলানোর অছিলায় শিশু চুরি হল চন্দননগরে। জগদ্ধাত্রি পুজোর মণ্ডপ থেকে শিশুটি চুরি যায়।

দিশা আর বিদিশা। যমজ মেয়ে। ষোল মাস বয়েস। আরও এক মেয়ে আছে, বছর সাতের। নাম তনুশ্রী সাঁতরা। ভদ্রেশ্বরের তেলেনীপাড়ার বাসিন্দা নারায়ণ সাঁতরার এই তিন মেয়ে। দিশাকে কোলে নিয়ে বাড়ির সামনেই মণ্ডপে জগদ্ধাত্রী পুজো দেখতে গিয়েছিল তনুশ্রী। সেখান থেকেই নিখোঁজ দিশা।

এতদিন পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি দিশার। দিশা নিখোঁজের পরেই পুলিসের দ্বারস্থ হন নারায়ণ সাঁতরা। কিন্তু খোজ মেলেনি। এখন মেয়েকে খুঁজে পেতে শহরের বিভিন্ন জায়গায় মেয়ের পোস্টার দিচ্ছেন অসহায় বাবা। দিনমজুর বাবা। তাই পুলিস যথেষ্ট তত্‍পরতা দেখাচ্ছে না। এমন অভিযোগ উঠেছে পুলিসের বিরুদ্ধে। এই অবস্থায়  স্থানীয় আইনি সহায়তা কেন্দ্রের মাধ্যমে আদালতের দ্বারস্থ হচ্ছেন নারায়ণ সাঁতরা।

.