নোট বাতিলের ২ মাস, মানুষের সর্বনাশ, মোদীবাবুদের মধুমাস বললেন মমতা

নোট বাতিলের ২ মাস। মানুষের সর্বনাশ। মোদীবাবুদের মধুমাস। বর্ধমানে মাটি উত্‍সবের সূচনায় আরও একবার প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে CBI-কে রাজনৈতিক উদ্দেশে ব্যবহারেরও অভিযোগ আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়।মেদিনীপুরে জঙ্গলমহল উত্‍সবের পর বর্ধমানে মাটি উত্‍সব। ফের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অল আউট অ্যাটাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোট বাতিলের সিদ্ধান্তের কড়া সমালোচনা।

Updated By: Jan 9, 2017, 06:20 PM IST
নোট বাতিলের ২ মাস, মানুষের সর্বনাশ, মোদীবাবুদের মধুমাস বললেন মমতা

ওয়েব ডেস্ক: নোট বাতিলের ২ মাস। মানুষের সর্বনাশ। মোদীবাবুদের মধুমাস। বর্ধমানে মাটি উত্‍সবের সূচনায় আরও একবার প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে CBI-কে রাজনৈতিক উদ্দেশে ব্যবহারেরও অভিযোগ আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়।মেদিনীপুরে জঙ্গলমহল উত্‍সবের পর বর্ধমানে মাটি উত্‍সব। ফের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অল আউট অ্যাটাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোট বাতিলের সিদ্ধান্তের কড়া সমালোচনা।

আরও পড়ুন নোটবন্দির প্রতিবাদে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল

তিনি আরও বলেন, দেশজুড়ে সন্ত্রাসের রাজত্ব চালাচ্ছেন নরেন্দ্র মোদী। গায়ের জোরে চলছে এই সরকার। বিরোধিতা করলেই চক্রান্ত করে জেলে ভরা হচ্ছে।মাটি মঞ্চে সিবিআইয়ের বিরুদ্ধেও আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী।সব শেষে তাঁর হুঁশিয়ারি, কেন্দ্রের কোনও চক্রান্তের কাছেই মাথা নত নয়। নোট বাতিলের লড়াইয়ে মানুষের পাশেই থাকবে দল। এব্যাপারে রাষ্ট্রপতির কাছে আরও একবার দরবার করার কথাও বলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন  সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের প্রতিবাদ, ঢেউ ছড়িয়ে পড়ল ভুবনেশ্বরেও

.