বাঘের সঙ্গে লড়ে সঙ্গীকে ফিরিয়ে আনলেন বাকি দু'জন

বাঘে-মানুষে টানাটানি। মরণপণ লড়াই। জীবন বাঁচানোর মরিয়া চেষ্টা। জীবন বাঁচানো গিয়েছে। কিন্তু সুন্দরবনে জখম তিন মত্স্য জীবী। তবে বাঘের সঙ্গে লড়ে, এক সঙ্গীকে ফিরিয়ে আনল বাকি দু'জন সঙ্গী। বাঁচল প্রাণ। জানা গিয়েছে, সুন্দরবন তথা কুলতলির মোট পাঁচ জন মত্স্যয়জীবী মিলে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন।

Updated By: Feb 28, 2017, 09:35 AM IST
 বাঘের সঙ্গে লড়ে সঙ্গীকে ফিরিয়ে আনলেন বাকি দু'জন

ওয়েব ডেস্ক: বাঘে-মানুষে টানাটানি। মরণপণ লড়াই। জীবন বাঁচানোর মরিয়া চেষ্টা। জীবন বাঁচানো গিয়েছে। কিন্তু সুন্দরবনে জখম তিন মত্স্য জীবী। তবে বাঘের সঙ্গে লড়ে, এক সঙ্গীকে ফিরিয়ে আনল বাকি দু'জন সঙ্গী। বাঁচল প্রাণ। জানা গিয়েছে, সুন্দরবন তথা কুলতলির মোট পাঁচ জন মত্স্যয়জীবী মিলে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন।

আরও পড়ুন প্রেমে প্রত্যাখ্যান, অ্যাসিড হামলার হুমকি যুবকের, আত্মঘাতী কলেজ ছাত্রী

নৌকো থেকেই আচমকা একজনকে টেনে জলে নামিয়ে নেয় বাঘ। তাঁকে বাঁচাতে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েন দুই সঙ্গী। নিজেরা জখম হলেও, শেষপর্যন্ত আরেক সঙ্গীকে বাঘের মুখ থেকে উদ্ধার করেন তাঁরা। তিন মত্স্য জীবীই ভর্তি হাসপাতালে। তাঁদের আঘাত বেশ গুরুতর।

আরও পড়ুন  দুর্ঘটনার জন্য পাঁচজন পরীক্ষার্থীর এবছর আর মাধ্যমিক পরীক্ষাই দেওয়া হল না

.