শুধু কলকাতা নয়, উত্তরবঙ্গের বালুরঘাটেও লেনদেন চলছে PAYTM-এ

শহর ছাড়িয়ে জেলাতেও ছড়িয়ে পড়ছেন তিনি। শুধু একটি স্মার্ট ফোন থাকলেই হল। মোবাইলেই সেরে নিন কেনাকাটা। মোবাইলের নয়া এই গৌরি সেনের নাম PAYTM। শুধু কলকাতা নয়, উত্তরবঙ্গের বালুরঘাটেও এখন হাতে গরম লেনদেন চলছে পেটিএমেই।

Updated By: Dec 3, 2016, 08:17 PM IST
শুধু কলকাতা নয়, উত্তরবঙ্গের বালুরঘাটেও লেনদেন চলছে PAYTM-এ

ওয়েব ডেস্ক: শহর ছাড়িয়ে জেলাতেও ছড়িয়ে পড়ছেন তিনি। শুধু একটি স্মার্ট ফোন থাকলেই হল। মোবাইলেই সেরে নিন কেনাকাটা। মোবাইলের নয়া এই গৌরি সেনের নাম PAYTM। শুধু কলকাতা নয়, উত্তরবঙ্গের বালুরঘাটেও এখন হাতে গরম লেনদেন চলছে পেটিএমেই।

টাকার কোনও দরকারই নেই। পকেটে আছে আলাদীনের আশ্চর্য প্রদীপ। কী শুনে চমকে উঠলেন? চমকে ওঠার কিছু নেই। ডিজিটাল দুনিয়ার হাত ধরে এখন পকেটেই গৌরি সেনের ভাণ্ডার। বালুরঘাটের বড়বাজারেও চোখ ধাঁধাচ্ছে PAYTM।

আরও পড়ুন জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের কী পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?

বালুরঘাট বড়বাজার। চোখে পড়ল চায়ের দোকানে পেটিমের চওড়া হাসি। চা খেয়ে রওনা দিলাম বাজারের ভেতরে। একটু এগিয়ে গেলাম। খুচরো কেনাকাটা করতে ঢুকলাম মুদিখানার দোকানে। বিক্রেতা জানালেন, নগদ ঝক্কি এড়াতে পেটিএমের জুড়ি মেলা ভার।

বড়বাজারের তালুকদার ফার্মাসি। চলছে ঝমঝমিয়ে বিক্রি। ব্যাঙ্কের সামনে মিটিং, মিছিল নেই। নেই লম্বা লাইনের ঝক্কি। পকেটের স্মার্ট মোবাইলেই স্মার্ট হচ্ছে বাজার। মোবাইল ওয়ালেটেই দিব্যি চলছে হাটে বাজারে কেনাকাটা। ডিজিটাল ইন্ডিয়ার স্লোগান ঢুকে পড়ছে শহর ছাড়িয়ে গ্রামের হাটে বাজারেও।

আরও পড়ুন নাম না করে মমতার অভিযোগের সারবত্তা নিয়ে প্রশ্ন রাজ্যপালের

.