ট্রেনের ধাক্কায় রেল যাত্রীর মৃত্যু, অফিস টাইমে শিয়ালদহ মেইন শাখায় বন্ধ ট্রেন চলাচল

লাইন পার হতে গিয়ে রেল যাত্রীর মৃত্যু। এর জেরে ট্রেন চলাচল বন্ধ শিয়ালদহ মেইন শাখায়। আজ সকালে সোদপুর স্টেশনে লাইন পেরোচ্ছিলেন এক যাত্রী। সে সময় বিনা ঘোষণায় একটি ট্রেন চলে আসে বলে অভিযোগ। ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এই যাত্রীর। এরপর মৃতদেহ সরাতেও দেরি হয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। বিক্ষোভকারীরা চড়াও হন স্টেশন মাস্টারের ঘরে। তার ঘরে ভাঙচুর করে উত্তেজিত জনতা। শুরু হয় রেল অবরোধ। স্টেশনে ইট বৃষ্টি শুরু হয়। দিনের ব্যস্ত সময় অবরোধের জেরে আটকে পড়েছেন নিত্যযাত্রীরা। 

Updated By: Jan 19, 2017, 11:29 AM IST
 ট্রেনের ধাক্কায় রেল যাত্রীর মৃত্যু, অফিস টাইমে শিয়ালদহ মেইন শাখায় বন্ধ ট্রেন চলাচল

ওয়েব ডেস্ক: লাইন পার হতে গিয়ে রেল যাত্রীর মৃত্যু। এর জেরে ট্রেন চলাচল বন্ধ শিয়ালদহ মেইন শাখায়। আজ সকালে সোদপুর স্টেশনে লাইন পেরোচ্ছিলেন এক যাত্রী। সে সময় বিনা ঘোষণায় একটি ট্রেন চলে আসে বলে অভিযোগ। ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এই যাত্রীর। এরপর মৃতদেহ সরাতেও দেরি হয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। বিক্ষোভকারীরা চড়াও হন স্টেশন মাস্টারের ঘরে। তার ঘরে ভাঙচুর করে উত্তেজিত জনতা। শুরু হয় রেল অবরোধ। স্টেশনে ইট বৃষ্টি শুরু হয়। দিনের ব্যস্ত সময় অবরোধের জেরে আটকে পড়েছেন নিত্যযাত্রীরা। 

.