নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের কড়া বার্তা দিলেন পার্থ চট্টোপাধ্যায়

প্রথম ১০ বছর বদলি নয়। নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের কড়া বার্তা দিলেন পার্থ চট্টোপাধ্যায়। মিড ডে মিল থেকে, টেট বিতর্ক। সব ইস্যুতেই কঠোর অবস্থান শিক্ষামন্ত্রীর। চুঁচুড়া যুব সংঘের ময়দানে তৃণমূলের জেলা প্রাথমিক শিক্ষক সম্মেলন। এমন সময় সম্মেলন যখন প্রাথমিক নিয়োগ বিতর্কে রাজ্য উত্তাল। স্বাভাবিকভাবেই এই প্রশ্নটাই ধেয়ে গেল, সম্মেলনের প্রধান অতিথির দিকে। সোজা ব্যাটে খেললেন শিক্ষামন্ত্রী। মঞ্চে তাঁর সুর আরও চড়া। বদলি নিয়ে বার্তা দিলেন নবনিযুক্ত শিক্ষকদের।

Updated By: Feb 19, 2017, 09:23 PM IST
নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের কড়া বার্তা দিলেন পার্থ চট্টোপাধ্যায়

ওয়েব ডেস্ক: প্রথম ১০ বছর বদলি নয়। নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের কড়া বার্তা দিলেন পার্থ চট্টোপাধ্যায়। মিড ডে মিল থেকে, টেট বিতর্ক। সব ইস্যুতেই কঠোর অবস্থান শিক্ষামন্ত্রীর। চুঁচুড়া যুব সংঘের ময়দানে তৃণমূলের জেলা প্রাথমিক শিক্ষক সম্মেলন। এমন সময় সম্মেলন যখন প্রাথমিক নিয়োগ বিতর্কে রাজ্য উত্তাল। স্বাভাবিকভাবেই এই প্রশ্নটাই ধেয়ে গেল, সম্মেলনের প্রধান অতিথির দিকে। সোজা ব্যাটে খেললেন শিক্ষামন্ত্রী। মঞ্চে তাঁর সুর আরও চড়া। বদলি নিয়ে বার্তা দিলেন নবনিযুক্ত শিক্ষকদের।

আরও পড়ুন জলপাইগুড়ি শিশু পাচারে রাজনৈতিক যোগ, নাম জড়াল রাজ্য বিজেপি নেত্রীর

মিড ডে মিলে দুর্নীতির অভিযোগও তাঁর অজানা নয়। পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, এবার তা বন্ধ হবে। বেসরকারি বাস যেভাবে যাত্রী তোলে, স্কুলছুটদের স্কুলে ফেরাতে তেমনই ঘাম ঝরাতে হবে। টার্গেট স্থির করে দিলেন শিক্ষামন্ত্রী। শিক্ষা আধিকারিকদের উদ্দেশেও তাঁর বার্তা স্পষ্ট। ঠাণ্ডা ঘর থেকে বেরোন। স্কুলে স্কুলে ঘুরুন।

আরও পড়ুন  তেল নয়, জলে ছুটবে গাড়ি, নবম শ্রেণির দুই পড়ুয়ার তৈরি মডেল দেখে অবাক সবাই

 

.