বিনা হেলমেটে পেট্রল না মেলায়, পেট্রল পাম্প কর্মীকে অদ্ভুত যুক্তিতে হুমকি তৃণমূল নেতার!

নিয়ম তৈরি করেছে তৃণমুল। তাই নিয়ম ভাঙার অধিকার রয়েছে তৃণমূল কর্মীদের। বিনা হেলমেটে পেট্রল না মেলায়, মেদিনীপুর পেট্রল পাম্প কর্মীকে এমন অদ্ভুত যুক্তিতে হুমকি দিলেন তৃণমূল নেতা।

Updated By: Jul 26, 2016, 09:36 AM IST
বিনা হেলমেটে পেট্রল না মেলায়, পেট্রল পাম্প কর্মীকে অদ্ভুত যুক্তিতে হুমকি তৃণমূল নেতার!

ওয়েব ডেস্ক: নিয়ম তৈরি করেছে তৃণমুল। তাই নিয়ম ভাঙার অধিকার রয়েছে তৃণমূল কর্মীদের। বিনা হেলমেটে পেট্রল না মেলায়, মেদিনীপুর পেট্রল পাম্প কর্মীকে এমন অদ্ভুত যুক্তিতে হুমকি দিলেন তৃণমূল নেতা।

আরও পড়ুন ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

মেদিনীপুরে বটতলা চকে বিনা হেলমেটে বাইকের জন্য পেট্রল চান পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সম্পাদক সৌরভ বসু। অভিযোগ উঠেছে যে, পাম্পের কর্মীরা পেট্রল দিতে রাজি না হলে, তৃণমূল কর্মীদের দিয়ে পেট্রল পাম্প ভেঙে ফেলার হুমকি দেন তিনি। পেট্রোল প্রসঙ্গে তাঁর অদ্ভুত যুক্তি, নিয়ম যেহেতু তৃণমূল বানিয়েছে, অতএব তা মোটেই লাগু নয় তৃণমূল কর্মীদের জন্য।

আরও পড়ুন ভাঙড়ে গুলিবিদ্ধ তৃণমূল নেতা মিজানুর আলম

.