আজ নির্বাচনে সকাল ১১টা পর্যন্ত সবচেয়ে বড় ৫টি খবর

আজ ভোটগ্রহণ রাজ্যের ৪৯টি আসনে। যার মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনার ৩৩টি ও হাওড়ার ১৬টি আসন। আজকের ভোটে কমিশনের সামনে কড়া চ্যালেঞ্জ, বহিরাগতের হানা ঠেকিয়ে বিধাননগরের ৩টি আসনে সুষ্ঠুভাবে ভোট পরিচালনা। পুরভোটে সল্টলেক-বিধাননগরে হিংসার ছবি এখনও স্মৃতিতে টাটকা।

Updated By: Apr 25, 2016, 12:57 PM IST
আজ নির্বাচনে সকাল ১১টা পর্যন্ত সবচেয়ে বড় ৫টি খবর

ওয়েব ডেস্ক: আজ ভোটগ্রহণ রাজ্যের ৪৯টি আসনে। যার মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনার ৩৩টি ও হাওড়ার ১৬টি আসন। আজকের ভোটে কমিশনের সামনে কড়া চ্যালেঞ্জ, বহিরাগতের হানা ঠেকিয়ে বিধাননগরের ৩টি আসনে সুষ্ঠুভাবে ভোট পরিচালনা। পুরভোটে সল্টলেক-বিধাননগরে হিংসার ছবি এখনও স্মৃতিতে টাটকা।

একনজরে দেখে নিন আজ নির্বাচনে সকাল ১১টা পর্যন্ত সবচেয়ে বড় ৫টি খবর।

দমদম- উত্তর দমদম কেন্দ্রের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের উপর হামলার অভিযোগ জহরদাস কলোনিতে। ভাঙচুর করা হয়েছে তাঁর গাড়িতেও।

 

হাওড়া- হাওড়ার সালকিয়ায় শ্রীকৃষ্ণ বালিকা বিদ্যালয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে রূপা। বুথ জ্যাম করে ছাপ্পা ভোটের অভিযোগ রূপা গাঙ্গুলির।

 

মধ্যমগ্রাম- মধ্যমগ্রামে কেমিয়া খামার পাড়া এলাকায় ভোট দিয়ে বেরোনোর সময় সিপিএম কর্মীকে মারধর। আহত সিপিএম কর্মী প্রদীপ মাজিকে ভর্তি করা হল মধ্যমগ্রাম হাসপাতালে।

 

কামারহাটি- কামারহাটিতে মঙ্গলেশ্বর বিদ্যাপীঠে বুথের বাইরে উত্তেজনা। তৃণমূল-সিপিএম বচসা, ধাক্কাধাক্কি। মহিলা সিপিএম কর্মীকে মেরে বের করে দেওয়ার অভিযোগ।

 

উত্তর ২৪ পরগণা- উত্তর ২৪ পরগনার হালিশহরে ৯ নম্বর ওয়ার্ডের বারেন্দ্রপল্লিতে বাম সমর্থক টোটো সমাজপতির বাড়িতে গতরাতে হামলা চালায় দুষ্কৃতীরা। নিগৃহীতের তালিকায় রয়েছে ৩ বছরের এক শিশুও।

.