লিচি সিনড্রোমে রাজ্যে শিশুমৃত্যু বেড়ে ১৯

বিহারের পাশপাশি এ রাজ্যেও বেড়ে চলেছে এনসেফালাইটিসে শিশুমৃত্যুর হার। জুন মাসের ৩ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত মালদায় এনসেফালাইটিসে মোট ১৯ জন শিশুর মৃত্যু হয়েছে। শেষ মৃত্যুর খবর পাওয়া গেছে শনিবার রাতে। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের সূত্র জানানো হয়েছে মৃত শিশুদের বয়স ২ থেকে ৪ বছরের মধ্যে। এনসেফালাইটিসে আক্রান্ত হওয়ার ফলে মস্তিষ্ক ফুলে গিয়ে তাদের মৃত্যু হয়েছে।

Updated By: Jun 17, 2014, 05:37 PM IST

বিহারের পাশপাশি এ রাজ্যেও বেড়ে চলেছে এনসেফালাইটিসে শিশুমৃত্যুর হার। জুন মাসের ৩ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত মালদায় এনসেফালাইটিসে মোট ১৯ জন শিশুর মৃত্যু হয়েছে। শেষ মৃত্যুর খবর পাওয়া গেছে শনিবার রাতে। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের সূত্র জানানো হয়েছে মৃত শিশুদের বয়স ২ থেকে ৪ বছরের মধ্যে। এনসেফালাইটিসে আক্রান্ত হওয়ার ফলে মস্তিষ্ক ফুলে গিয়ে তাদের মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে মোট ৪৬ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছিল। হঠাত্‍ কাঁপুনি দিয়ে জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির পাঁচ থেকে ছয় ঘণ্টার মধ্যে শিশুদের মৃত্যু হয়েছে। হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট এম রশিদ জানিয়েছেন, আমরা আক্রান্ত শিশুদের অভিভাবকদের বলেছি, শিশুদের যেন ফল ধুয়ে খাওয়ানো হয়। শিশুদের রিপোর্ট বলছে, লিচু থেকে ভাইরাল ইনফেকশনের জেরেই শিশুরা অসুস্থ হয়ে পড়ে।

গত সপ্তাহে মালদহে যান ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের একটি দল। বাগান থেকে লিচু সংগ্রহ করে পুনের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজিতে পাঠিয়েছেন তাঁরা।

.