গুজরাতে আজ ইভিএম বন্দি মোদীর ভাগ্য

আজ গুজরাতে দ্বিতীয় তথা শেষদফার ভোটগ্রহণ। পঁচানব্বইটি আসনের জন্য সকাল আটটা থেকে শুরু হয়ে গেছে ভোটগ্রহণ। দ্বিতীয় দফায় ভোট ময়দানে রয়েছেন ৮২০ প্রার্থী। আর আজকের ভোটেই ইভিএম বন্দি হতে চলেছে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাগ্য। নির্ধারিত হবে শঙ্করসিং বাঘেলার ভাগ্যও। নির্ধারিত হবে শঙ্করসিং বাঘেলার ভাগ্যও। এই দফাতেও সবকটি আসনেই প্রার্থী দিয়েছে বিজেপি।

Updated By: Dec 17, 2012, 08:30 AM IST

আজ গুজরাতে দ্বিতীয় তথা শেষদফার ভোটগ্রহণ। পঁচানব্বইটি আসনের জন্য সকাল আটটা থেকে শুরু হয়ে গেছে ভোটগ্রহণ। দ্বিতীয় দফায় ভোট ময়দানে রয়েছেন ৮২০ প্রার্থী। আর আজকের ভোটেই ইভিএম বন্দি হতে চলেছে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাগ্য। নির্ধারিত হবে শঙ্করসিং বাঘেলার ভাগ্যও।
এই দফাতেও সবকটি আসনেই প্রার্থী দিয়েছে বিজেপি। দ্বিতীয় দফাতেও কংগ্রেসের পাশাপাশি ময়দানে রয়েছে কেশুভাই প্যাটেলের গুজরাত পরিবর্তন পার্টি। চুরাশিটি আসনে প্রার্থি দিয়েছে জিপিপি। গত বৃহস্পতিবার প্রথম দফায় ৮৭টি আসনে হয়েছিল ভোটগ্রহণ। ভোট পড়েছিল প্রায় ৭১ শতাংশ।

.