সাউথ সিটি মলে দুর্ঘটনা, ছাদ থেকে পড়ে গিয়ে মারা গেলেন শ্রমিক

সাউথসিটি মলে কাজ করার সময় পড়ে গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের। জখম হয়েছেন আরও তিন শ্রমিক। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক। আগামী বৃহস্পতিবার মলের বর্ষপূর্তি। এই উপলক্ষে মল সাজানোর কাজ করছিলেন ঠিকাদার সংস্থার এই চার কর্মী।

Updated By: Jan 12, 2014, 05:20 PM IST

সাউথসিটি মলে কাজ করার সময় পড়ে গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের। জখম হয়েছেন আরও তিন শ্রমিক। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক। আগামী বৃহস্পতিবার মলের বর্ষপূর্তি। এই উপলক্ষে মল সাজানোর কাজ করছিলেন ঠিকাদার সংস্থার এই চার কর্মী।

কদিন পরেই শপিং মলের বর্ষপূর্তি। ঝা চকচকে মলকে আরও নজরকাড়া করতে রবিবার সকাল থেকে মলের ভিতরে কাজ করছিলেন চার যুবক। শপিং মল তখন জমজমাট। বেলা বারোটা নাগাদ ঘটল বিপত্তি।

হাসপাতালে নিয়ে গেলে জখম অশোক হালদারকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। গুরুতর জখম বিশ্বজিত্ নাইয়া,ভগবান সর্দার, দেবব্রত হালদারকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একটি ঠিকাদারি সংস্থার হয়ে মলে কাজ করতে এসেছিলেন স্থানীয় ওই চার যুবক। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, নিরাপত্তার কোনও ব্যবস্থা ছাড়াই কাজ করছিলেন তাঁরা।

মল কর্তৃপক্ষ আহত , নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে। শ্রমিক মৃত্যুর ঘটনা আগেও ঘটেছে সাউথ সিটিতে। তাঁর পরেও শ্রমিকদের জন্য কেন যথাযথ নিরাপত্তার ব্যবস্থা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠছে।

.